![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা জানেন?
একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে অসমপূর্ণ, ত্রুটিপূর্ণ ও আংশিক হিসাব পদ্ধতি।
না, আমি আপনাদের হিসাববিজ্ঞানের ক্লাস নিচ্ছি না।
একতরফা দাখিলা পদ্ধতির মতই একতরফা ভালোবাসা হচ্ছে অসমপূর্ণ, ত্রুটিপূর্ণ ও আংশিক।
কোন ছেলে যদি কোন মেয়েকে একতরফা ভালোবাসে তাহলে তাকে হতে হয় "দেবদাস"
আর, কোন মেয়ে যদি কোন ছেলেকে একতরফা ভালোবাসে তাহলে তাকে হতে হয় "বৈরাগী"
অনেকেই বলে;
তোমার ভালোবাসার দরকার নেই, আমি সারাজীবন তোমাকে ভালোবেসে যাব, বুঝবেন সেই ভালোবাসা অসমপূর্ণ, ত্রুটিপূর্ণ ও আংশিক, সেই ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না।
"দুটি আত্মার মিলন ঘটলেই শুধুমাত্র প্রকৃত ভালোবাসার সৃষ্টি হয়"
©somewhere in net ltd.