![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৪৩ বছরে আজ বাঙালি একসাথে গাইল 'সোনার বাংলা'। যা পৃথিবীর বুকে হয়ে থাকবে অন্যন্য এক উদাহরণ। পৃথিবীর কোনো জাতি যা পারেনি আজ বাঙালিরা তাই করে দেখাল।
আরেকটি ইতিহাস গড়ে দেখাল বাঙ্গালী বীরের জাতি,
যে জাতি হারতে জানে না,
মাথা নোয়াতে জানেনা,
জানে না হারতে, ভয় পায় না কোন রক্তচক্ষুকে !
শুধু জাতীয় প্যারেড গ্রাউন্ডে নয়, সারাদেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরাও একযোগে গাইল 'আমার সোনার বাংলা....।' 'জাতীয় সঙ্গীত গাইল, বিশ্ব রেকর্ড গড়ল' এই স্লোগান নিয়ে শিল্পী, সঙ্গীতজ্ঞসহ সব শ্রেণী পেশার তিন লাখ মানুষ মিলে একসাথে একই সুরে গাইল জাতীয় সঙ্গীত।
২০১৩ সালের ৬ মে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে স্থান করে নিয়েছিল সাহারা ইন্ডিয়া পরিবার (ভারত)। ওই আয়োজনে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন অংশ নিয়েছিলেন। বাংলাদেশের আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তার দ্বিগুণেরও বেশি।
সত্যি আমি গর্বিত, আমি বাংলাদেশী বাঙ্গালী আমি
©somewhere in net ltd.