![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
প্রতিটি মানুষের কাছে তার জীবনের থেকে মূল্যবান ও প্রিয় বস্তু এই পৃথিবীতে আর কিছু নাই। একটা মানুষ তার নিজের জীবন রক্ষার্থে সবকিছু করতে পারে। কেননা জীবনের মূল্য সবকিছুর থেকে বেশি।
কিন্তু এই জীবন যখন দুর্বিষহ হয়ে উঠে;
প্রাণখুলে যখন একটিবার হাসতে পারে না;
বেঁচে থাকার নূন্ন্যতম আশাটুকু যখন হারিয়ে ফেলে;
বন্ধুবান্ধবের কাছে যখন সে হাসির পাত্রে পরিণত হয়;
তার নিজের পরিবারের কাছে যখন সে বোঝা হয়ে উঠে;
এই বিশাল পৃথিবীতেও যখন একটিবার স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে না;
ঠিক তখনি একজন মানুষ আত্মহত্যা করে !!!
এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় অজানা এক দেশে,
যেখানে কেউ তাকে দেখে পরিহাস করবে না
যেখানে সে কারো বোঝা হয়ে উঠবে না
যেখানে তাকে দেখে কেউ হাসাহাসিও করবে না !!
ব্লগার রাজুর উক্তিঃ--
"আত্মহত্যা ছোট একটি সমস্যার চিরস্থায়ী সমাধান"
©somewhere in net ltd.