![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
দেখুন তো এই কাজগুলো করলে কেমন হয়?
১/ Good Morning/ Good Night টাইপ স্ট্যাটাস যারা দেয়, তাদের আনফ্রেন্ড করে
২/ স্ট্যাটাস এ Add Me টাইপ কমেন্টস করলে তাদের ব্লক করে
৩/ যারা স্ট্যাটাস এ অপ্রাসঙ্গিক কমেন্টস করে তাদের ব্লক করে
৪/ অপ্রয়োজনীয় ট্যাগ করলে তাদের ব্লক করে
৫/ যারা অশ্লীল/ চটি পেইজ এ লাইক দেয় তাদের ব্লক করে
৬/ যারা স্ট্যাটাস এ বিভিন্ন লিংক শেয়ার করে তাদের আনফ্রেন্ড করে
মনে রাখবেন;
"একটি ব্লক সারাজীবনের কান্না"
প্রতিদিন যদি আপনি ১০ জনকে ব্লক করেন, তাহলে ৩০ দিনে ৩০০ জন আপনার ব্লকলিস্টে থাকবে। আমরা সবাই মিলে যদি এই পদক্ষেপ নেই, তাহলে লুল মার্কা ছেলে-মেয়ে’রা খুব সহজেই শিক্ষা পেয়ে যাবে। সবাই যদি প্রতিদিন ১০ জন করে ব্লক করি, তাহলে তারা খুব সহজেই তাদের ভুল বুঝতে পারবে।
একটু ভেবে দেখুন, এই কাজগুলো করলে মাত্র ১ মাসের মধ্যে আপনার ফেইসবুকের পরিবেশ সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যাবে।
তবে আপনি যদি লাইক/ কমেন্টস এর জন্য লিখালিখি করে থাকেন, তাহলে আমার পূর্ণ বিশ্বাস আপনি এর একটিও করবেন না।
এইগুলো তাদেরই ফলো করা উচিত, যারা আমার মত মনের শখে লিখে, যারা লাইক/কমেন্টস এর জন্য লিখে না।
©somewhere in net ltd.