![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
রাজু দোস্ত আমি এই রিক্সায় উঠব না
-- কেন কি হয়েছে?
আরে এই রিক্সাওয়ালা জোরে টানতে পারবে না, পরে কলেজে দেরি হয়ে যাবে।
-- না, আমি এই রিক্সায় যাব।
আচ্ছা তোর এই বৃদ্ধ লোকটার রিক্সায় চড়তে কি খুব ভাল লাগবে?
-- তোর উত্তর তুই পরে পাবি, এখন চুপচাপ রিক্সায় উঠে বস, কলেজে দেরি হয়ে যাচ্ছে।
আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলামঃ
মামা, এই বৃদ্ধ বয়সে রিক্সা না চালালে হয় না?
--- রিক্সা না চালালে খামু কি কন? আমার ছেলে কেলাস টেন এ পড়ে, মাইয়ার বিয়ার বয়স হইয়া গেছ, বঊডা আমার অসুস্থ, আমি রিক্সা না চালাইলে কি হইব ওগোর???
ততক্ষণে আমরা কলেজে চলে এসেছি
ভাড়া ২০ টাকা, আমি আমার ফ্রেন্ডকে বললাম ভাড়া দে।
ও পকেট থেকে ২০ টাকা বের করে দিল,
আমি আমার পকেট থেকে আরও ২০ টাকা বের করে মোট ৪০ টাকা রিক্সাওয়ালাকে ধরিয়ে দিলাম। রিক্সাওয়ালা খুব খুশি হল, এবং আমাদের দোয়া করল।
আমিঃ কিরে তুই কি তোর প্রশ্নের উত্তর পেয়েছিস?
ফ্রেন্ডঃ হা দোস্ত, আমি আসলে বুঝিনি-রে।
©somewhere in net ltd.