![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
ভালো মানুষের পেট থেকে কুকুরের জন্ম
কথাটা এর আগে শুনেছেন কখনও?
না শুনলে আমার কাছ থেকে শুনে নেন।
বাবা হাজী, এলাকার সবাই তাকে খুব শ্রদ্ধা করে। কেউ বলতে পারবে না যে, লোকটা কোন খারাপ কাজ করেছে। মা, যথেষ্ট বিনয়ী, ভদ্র ও পরোপকারী।
কিন্তু তাদের ছেলে যত ধরনের কুকাজ করায় অভ্যস্ত। এলাকার মানুষ তার ব্যাবহারে, কাজে কর্মে অতীস্ট। মানুষ ভেবে কুল পায় না, যার বাবা-মা এতো ভালো মানুষ, তাদের ছেলে এতো খারাপ কেন? কিভাবে?
আছে না এমন অনেক?
মা বোরখা পরে, এলাকার কোন লোক বলতে পারবে না যে এই মহিলাকে কোনদিন বোরখা ছাড়া দেখেছি। বাবা সরকারি চাকুরীজীবী। জীবনে এক টাকা ঘুষ নিয়েছে বলে কেউ বলতে পারবে না।
কিন্তু তাদের মেয়ে রাস্তায় হিন্দি সিরিয়ালের মত ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়। গোপনে কত ছেলের সাথে দৈহিক মিলন করে বেড়ায়।
আছে না এমন অনেক?
আসলে;
বাবা-মা ভালো বলেই কিন্তু ছেলেমেয়ে ভালো হয়নি
কারণ, ছোটবেলা থেকে তাদেরকে মানুষের মত করে তাদেরকে গড়ে তুলতে পারে নি।
©somewhere in net ltd.