![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
গ্রামের পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা কিন্তু অনেক মজার, ছোটবেলায় আমিও ধরেছি অনেক।
কেউ ধরেছেন কখনও???
মাছ ধরার জন্য দরকার টোপ। আর মাছের সবচেয়ে পছন্দের টোপ হচ্ছে কেঁচো। কেঁচোর নাম শুনেই গাঁ ঘিন ঘিন করছে তাই না?
স্যাঁতসেঁতে একটি যায়গাই কোদাল দিয়ে একটি কোপ দিলেই অসংখ্য ছোটবড় মাঝারি কেঁচো কিলবিল করে বেরিয়ে আসে। তারপর সেগুলো ধরে একটি কচুপাতার মধ্যে রাখতে হয়। কচুপাতায় কেঁচোর কিলবিল করার দৃশ্য যদি একবার দেখতেন...
ছিপের বড়শিতে টোপ লাগানোর বিষয়টি সবচেয়ে ভয়ংকর। কচুপাতা থেকে ঘামচি মেরে কেঁচোর খানিকটা ছিঁড়ে নিয়ে সেটা বড়শিতে গেঁথে ফেলতে হয়।
অবাক করা দৃশ্য, যেটা ছিঁড়ে বড়শিতে লাগানো হয়েছে আর যে অংশটা রয়ে গেছে দুটোই কিলবিল করে নড়তে থাকে।
কি আশ্চর্য ! কি ঘেন্না !
©somewhere in net ltd.