![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
এলাকায় যদি একটাও সুন্দরী মেয়ে থাকে, তাহলে ঐ এলাকার সব পোলাপাইনের দৃষ্টি ঐ মেয়েটার উপর। রাস্তাঘাটে বের হলেই অনেকে পিছু নিতে শুরু করে, শতশত চোখ তার দেহের দিকে তাকিয়ে থাকে মাংশখেকো চিলের মত। ঐ সব মানুষের চোখে তারা ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। তাদের কি কিছুই করা নাই, তারা কি সত্যি অনেক অসহায়?
আছে, অবশ্যই তাদের করার আছে। এইজন্য তাদের একমাত্র উপায় বোরখা পরিধান করা। কিন্তু হায়, দুঃখের হলেও সত্যি যে আমি কোন সুন্দরী মেয়েদের বোরখা পড়তে দেখিনি। (দু-একজনের কথা আলাদা)
শুধু সুন্দরী মেয়েদের না, সব মেয়েদেরই উচিত হিজাব করা। তাহলে আর শত-কোটি চোখে ধর্ষিত হতে হবে না, ইভটিজিং এর শিকার হতে হবে না, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ মাল, হট, সেক্সি বলে সম্বোধন করবে না।
দুয়েকটি ছেলের কথা আলাদা;
কুত্তার লেজ যেমন কনোদিন সোজা হয় না, ঠিক ঐ ধরণের ছেলেরা হিজাব করা মেয়েদেরও টিজ করা থেকে বিরত থাকে না। তবে হিজাব করা মেয়েদের খুব কমই ইভটিজিং এর শিকার হতে হয়।
সব বোনদের প্রতি অনুরোধ হিজাব করুন;
ভাইদের প্রতি অনুরোধ মেয়েদের মাল, হট, সেক্সি বলা থেকে বিরত থাকুন। নয়তো আপনার বোন রাস্তায় বের হলেও সেও ঠিক অন্য ছেলেদের মুখ থেকে এই কথাগুলো শুনবে।
©somewhere in net ltd.