![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
কোটি-কোটি টাকা আছে, দামী গাড়ি, নিজেদের ফ্ল্যাট, বিলাসবহুল আসবাবপত্র, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সবকিছুই আছে কিন্তু স্বামী বিদেশ।
ভালোবেসে বিয়ে। প্রেম করার সময় কত কমিটমেন্ট, কত ভালোবাসা আহা । কিন্তু বিয়ের পর স্ত্রীকে একটুও সময় দেয় না। অফিস নিয়ে কাজ নিয়ে সবসময় বিজি থাকে।
সারাদিন অফিসে কাজ করে আসার পর রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। স্ত্রীর প্রত্যাশা পূরণের কোন নাম গন্ধ পর্যন্ত নেই, এমনকি সারাদিন পরিশ্রম করার ফলে একটু মিষ্টি করে কথা পর্যন্ত বলে না।
মনে রাখবেন, পার্থিব সবকিছুর থেকে একজন মেয়ের কাছে তার স্বামীর আদর-সোহাগ অনেক বেশি। আপনি যখন অফিসে থাকেন, কাজে-কর্মে বেস্ত থাকেন তখন আপনার স্ত্রী সারাদিন পথচেয়ে অপেক্ষা করতে থাকে কখন আমার স্বামী বাড়ি ফিরবে, কখন আমার সাথে মিষ্টি করে দুটো কথা বলবে, আমি যখন রান্না করব, পেছন থেকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে। আমাকে মিষ্টি করে বউ বলে ডাকবে???
এই প্রত্যাশা গুলো যখনি পূরণ হয় না, ঠিক তখনি শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এবং এক সময় সম্পর্কের ছাড়াছাড়ি। এই প্রত্যাশা গুলো কিন্তু খুবই ভয়ানক। পরকীয়া অর্থাৎ বিয়ের পর অন্য পুরুষের সাথে সম্পর্ক করতে কিন্তু এইজন্যই মেয়েরা বাধ্য হয়।
©somewhere in net ltd.