![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বন্যার জল এসে গেলে বাঁধ দেয়া হলে লাভ হবে না, বরং ক্ষতি হবে, বন্যার পানি নামবে না। বাঁধতো আগেই দিতে হয়। সেটা সহজ, তাতে খরচ কম।
কিন্তু আমরা বাঙ্গালী কোনদিন বন্যার আগে বাঁধ দিতে রাজি নই, বন্যার আগে সতর্ক হতে রাজি নই। আমাদের একটাই উত্তর, আসুক না আগে, পরে দেখা যাবে...
এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। শুধু বন্যার বাঁধ নয়, প্রতিটি কাজেই আগে থেকে সতর্ক হওয়া উচিত। সেটা সহজ, তাতে খরচ কম এবং সাফল্য সুনিশিত।
চলুন বদলাই, আর কতদিন? এখনই সময় বদলানোর।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০
রাজু রহমান বলেছেন: ভুল হয়ে গিয়েছে ভাই দুঃখিত
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃখিত হবার কিছু নেই। নিতান্তই মজা করার জন্য, ইচ্ছে করেই ভুলটা ধরিয়ে দেয়া। আশা করছি, আপনি কিছু মনে করেন নি। আপনার মঙ্গল কামনা করছি।
১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আমি কালই জেনারেল হয়েছি।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: "চলুন বদলায়," - এটা "চলুন বদলাই" হবে না? একটু আগেই তো আপনার কিছু শুদ্ধ উচ্চারণ লিখায় মন্তব্য করলাম।