![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আমরা সিনেমায় যখন কোন নায়ককে ফাইটিং করতে দেখি। নায়িকাকে মাস্তানের হাত থেকে ফাইটিং করে বাঁচাতে দেখি। তখন মনে মনে নিজেকে সিনেমার ঐ নায়কের মত মনে হয়।
হটাত কল্পনায় ভেসে আসে,
আমার সামনে থেকে কোন মাস্তান যদি কোন মেয়েকে ধরতে আসে তাহলে আমি ঐ নায়কের মত ডিসুম-ডিসুম ফাইটিং করে নায়িকাকে উদ্ধার করব।
অতঃপর সিনেমা দেখা শেষ হল। আপনি রাস্তায় বের হলেন এবং দেখলেন কিছু ছেলেরা একটা মেয়েকে উত্যক্ত করছে। ছেলেগুলো বাইকে বসা, হাতে জ্বলন্ত সিগারেট এবং চোখে সানগ্লাস। তখন আপনি চুপ করে তার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন।
তখন কোথায় গেল আপনার নায়কসত্তা?
কোথায় গেল আপনার ডিসুম-ডিসুম?
কোথায় গেল আপনার কর্তব্যবোধ?
আসলে এটাই হচ্ছে সিনেমা আর বাস্তব জীবনের বাস্তবতা।
আর বাস্তবতা বড় কঠিন! বড় নিষ্ঠুর!
০৫ ই মে, ২০১৪ সকাল ৮:২৫
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৪
নিজাম বলেছেন: এতদিনে বুঝলেন?
৩| ১৩ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩
রাজু রহমান বলেছেন: অনেক আগে থেকেই জানি
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ রাত ১:৫২
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: বুঝলাম