নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

আজকে শেখ হাসিনা আর খালেদা জিয়া যদি বলত, চলেন আপা আমরা দুইজন একসাথে মিলে দেশটা চালায়

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৫৭

আজকে শেখ হাসিনা আর খালেদা জিয়া যদি বলত, চলেন আপা আমরা দুইজন একসাথে মিলে দেশটা চালায়



কিন্তু এটা কি কখনও সম্ভব? না, তারা চাইলেও এটা বলতে বা করতে পারবে না, তার কারণটা দেখুন...



>-বিদেশী কুচক্রী একটি মহল তা কোনদিন হতে দিবে না। কেননা তারা জানে আজ শেখ হাসিনা আর খালেদা জিয়া যদি এক হয়ে যায়, তাহলে বাংলাদেশকে কেউ আটকাটে পারবে না। যে কোন দেশের উপরে উঠে যাবে।



>-যুগ যুগ ধরে আওয়ামীলীগ আর বি.এন.পি'র নেতাদের মধ্যে যে আজন্ম শত্রুতা চলে আসছে তা কোনদিন ও সমাধান হওয়া সম্ভব না। শেখ হাসিনা আর খালেদা জিয়া এক হতে চাইলেও তাদের নেতারা কোনদিন এক হতে পারবে না।



>-পাঁচ বছর, পাঁচ বছর করে ক্ষমতার যে একটা দ্বন্দ্ব, নিজের সার্থকে বড় করে দেখা। সেগুলো তারা কোনদিন ভুলতে পারবে না। তাই এক হওয়া কোনদিন সম্ভব না।



>-তাদের পূর্বপুরুষদের যে একটা আদর্শ তারা চিরজীবন ধরে লালল করে আসছে, সেখান থেকে তারা সরে আসতে রাজি না।



>-শেখ হাসিনা তার বাবার আদর্শে উজ্জীবিত, আর খালেদা জিয়া তার স্বামীর এবং তাদের দুজনের আদর্শ কখনোই এক ছিল না। সেজন্য তারা চাইলেও এক হতে পারবে না।



বাংলাদেশ যদি শেষও হয়ে যায় তাও তারা কোনদিন এক হয়ে দেশের জন্য কাজ করবে না। বলবে না আপা চলেন অতীতের সবকিছু ভুলে আমরা একসাথে, একহয়ে, হাতেহাত রেখে কাজ করি। বাংলাদেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তুলি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: আজকে শেখ হাসিনা আর খালেদা জিয়া যদি বলত, চলেন আপা আমরা দুইজন একসাথে মিলে দেশটা চালায়[/sb

---------দিবা স্বপ্ন।


কিন্তু এমন হলে ভালোয় হইত।

১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৩

রাজু রহমান বলেছেন: হ্যাঁ, দিবা স্বপ-----

এমন হলে অবশ্যই ভাল হত, কিন্তু তা কি হবে কোনদিন ?

চিন্তার বিষয় !!!

২| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:০৩

ভুয়া প্রেমিক বলেছেন: যে ড্যামেজ করেছে সেটা তো আগে পূরণ করতে হবে

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯

রাজু রহমান বলেছেন: কে করবে সেই পূরণ, ???

তারা তো শুধু নিজেদের স্বার্থকেই বড় করে দেখে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.