নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকতা (ফেবুর দুজন বহুল আলোচিত নাস্তিক)

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৪২

আমি নাস্তিক !

কখনো কি কোন নাস্তিককে এই কথা বলতে শুনেছেন?



আমি চোর !

কখনো কি কোন চোরকে এই কথা বলতে শুনেছেন?



তাহলে বুঝবেন কিভাবে; কে নাস্তিক কে চোর?

তাদের কর্মকাণ্ডই বলে দিবে কে নাস্তিক কে চোর।



তবে মনে রাখবেন...

কিছু কিছু নাস্তিক আছে ছুপা "হিন্দু"



তবে কারো সম্পর্কে না জেনে শুনে কাউকে নাস্তিক বলা ঠিক না।

কাউকে নাস্তিক বলতে হলে, অবশ্যই আপনাকে তার কাজ,কথা ইত্যাদি দেখে কনফার্ম হতে হবে যে সে নাস্তিক কিনা।



যেমন ফেবুতে সনদপ্রাপ্ত দুজন নাস্তিকের নাম আমি বলে দিচ্ছিঃ



১/ আসিফ মহিউদ্দীন (Followed by 25,009 people)

২/ সাদিয়া সুমি উজ্জা (Followed by 15,070 people)



এখন আমার প্রশ্ন হল;

এই নাস্তিকদের যারা ফলো করছে তাদেরকে কি বলবেন?



আরেকটা অবাক করা বিষয়;

"আসিফ মহিউদ্দীন" এর নারী দিবসে নারীকে নিয়ে ইসলাম বিরোধী স্ট্যাটাস শেয়ার করেছে ৯২ জন, লাইক দিয়েছে ৫২১ জন।



এখন আমার প্রশ্ন হল;

এই নাস্তিকদের স্ট্যাটাস যারা লাইক ও শেয়ার করে তাদেরকে কি বলবেন?



আপনাদের কাছে উত্তর জানতে চাই !

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ রাত ৮:৫০

পংবাড়ী বলেছেন: বাজে লেখা

১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৯

রাজু রহমান বলেছেন: হয়ত !!
কিন্তু আমার কাছে আমার লিখা ঠিক আছে :)

২| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:০২

দালাল০০৭০০৭ বলেছেন: হাউকাউ।


??????????

১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৮

রাজু রহমান বলেছেন: আপনি যা মনে করেন !!

৩| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:২৮

কাফের বলেছেন: খুবঈ গুরুত্বপূর্ণ কুশ্চেন!

এই নিয়া সবার মাথা ঘামানো উচিৎ
তোমরা সবাই এটা নিয়া মাথা ঘামাও!

১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৫

রাজু রহমান বলেছেন: কিছু বলার নাই !!!

৪| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৪২

দি সুফি বলেছেন: আচিপ হনুর পা চাটা লোকের অভাব ফেবুতেও নাই, ব্লগেও নাই। :-P :-P

১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৭

রাজু রহমান বলেছেন: আপনি ভুল পড়েছেন। আমার লিখা দেখে কি মনে হচ্ছে আমি আসিফ কে অনুসরণ করি ?

আশা করি উত্তর দিবেন :)

৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪১

দি সুফি বলেছেন: আমি কখন আপনাকে অনূসারী বললাম! আজব কারবার! :||

১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

রাজু রহমান বলেছেন: আচিপ হনুর পা চাটা লোকের অভাব ফেবুতেও নাই, ব্লগেও নাই।

এটার অর্থ অনুসারী বুঝায় !!

৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:১৬

দি সুফি বলেছেন: হায়রে! কি বলি আর কি বুঝে!
আমি ব্লগের হনুদের কথা বলেছি। এখানে এর কোন কমতি নেই!

হুদাই নিজের গায়ে দুর্গন্ধ্ মাখতে চাইলে আমার কি করার আছে!

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২২

রাজু রহমান বলেছেন: ওহ ধন্যবাদ ভাই, বুঝেছি :)

৭| ১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৪৪

ঢাকার কুতুব বলেছেন: তোকে তো একজন পাক্কা ধর্মকানা মনে হচ্ছে রে!

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২২

রাজু রহমান বলেছেন: আমি মুসলিম এটাই আমার সব থেকে বড় পরিচয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.