নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

আজ S.S.C বাচ্চাদের রেজাল্ট পাবলিশ হয়েছে... :)

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:১৫

অনেকে তীর্থের কাকের মত তাকিয়ে আছে কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনে। আবার কেউ কেউ সেই সকাল বেলায় ছুটে চলে গিয়েছে তাদের নিজ নিজ স্কুলে। সবার একটাই আশা একটাই প্রতীক্ষা কখন সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবলিশ হবে?



অনেকে মুখে মুখে যতই বলুক না কেন, "আমি পাশ করলেই খুশি রে"

কিন্তু অন্তরের মধ্যে একটাই ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে "হে আল্লাহ্‌/ ভগবান/ ঈশ্বর আমি যেন A+ পাই"



হ্যাঁ এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে সবার আশা পূরণ হবে না। সবাই তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না। এটাই বাস্তবতা, আর বাস্তবতা বড় কঠিন রে...



এই S.S.C রেজাল্টের মাধ্যমে শুরু হবে তোমাদের পথচলা। তাই যার যে রেজাল্টই আসুক না কেন। কেউ ভেঙ্গে পড়বা না। মনে রাখবেঃ



"এক টুকরা পরীক্ষার কাগজ কোনদিন তোমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না"



যে যেমন পড়াশুনা করেছে সে তেমন ফল পাবে এটাই স্বাভাবিক। যারা ভালো পড়াশুনা করেছ তারা ভালো ফলাফল পাবা আর যারা ফাঁকিবাজি করেছ তারা তেমনই রেজাল্ট করবে।



সবশেষে একটাই কথা,

এই রেজাল্ট নিয়ে সামনে এগিয়ে যাও। কেননা তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকেই গড়তে হবে বাংলাদেশকে নতুন করে। রক্ষা করতে হবে দুর্নীতি নামক ক্যান্সারের হাত থেকে।



সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, মিষ্টি পাঠিয়ে দিস কিন্তু ;)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২৬

পথহারা সৈকত বলেছেন: আজ S.S.C বাচ্চাদের রেজাল্ট পাবলিশ হয়েছে... তাই না কী ? =p~ =p~ =p~

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৩

রাজু রহমান বলেছেন: হ্যাঁ ভাই :-P :-P

২| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৭

তুিহন িড েখাকন বলেছেন: ওয়েবে মার্কশীট কখন পাওয়া যাবে?

৩| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮

তুিহন িড েখাকন বলেছেন: ওয়েবে মার্কশীট কখন পাওয়া যাবে?

৪| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮

তুিহন িড েখাকন বলেছেন: ওয়েবে মার্কশীট কখন পাওয়া যাবে?

১৮ ই মে, ২০১৪ রাত ১২:৩৮

রাজু রহমান বলেছেন: আশা করি পেয়ে গেছেন। দুঃখিত ওনলাইনে ছিলাম না । :(

৫| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩

সৌরভ গুপ্তা বলেছেন: https://www.facebook.com/plation ফেসবুকের এই পেইজে কিভাবে যেন দেখাচ্ছে আপনার রোল নম্বর আর বোর্ড দেন জানিয়ে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.