![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সে ছিল সাধারণ একটি মেয়ে
হেঁটে যেত বাড়ির সামনে দিয়ে
প্রথম দেখাতে ভালো লেগেছিল
দ্বিতীয় দেখাতে প্রেম হয়ে গেল
তারপর থেকে ভাবি তার কথা
যত ভাবি বাড়ে আরও ব্যাথা
তৃতীয় দেখাতে বললাম কথা
জিজ্ঞেস করলাম থাক তুমি কোথা?
সে কথা উত্তর দিল না !!
চতুর্থ দেখাতে জিজ্ঞেস করলাম নাম কি?
সে বলেছিল তার নাম চুমকী
ধীরে ধীরে তার সাথে পরিচয় হল
মনের ভয় ভীতি দূরে চলে গেল
পঞ্চম দেখাতে মনের কথা বললাম
আমার লিখা একটি কবিতা উপহার দিলাম
তারপর যে কি থেকে কি হয়ে গেল !!
সে যেন কোথায় হারিয়ে গেল ??
©somewhere in net ltd.