![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
যখন তুমি থাক দূরে
মনে হয় যাব মরে
অনুভব করি তোমায় বার বার
কেন করোনা ফোন একবার?
তোমার সাথে হয়না দেখা
তাই তোমায় ভাবি একা একা
মোবাইলে বলি যখন কথা
ভুলে যাই পুরনো ব্যাথা
যদি করতে চাও বন্ধুত্ব
ঘোচাতে হবে দূরত্ব
এস.এম.এস করি বার বার
কেন দাও না উত্তর একবার?
শুধু ভাবি তোমার কথা
কবে পাব তোমার দেখা?
আর কতদিন থাকবে দূরে?
নাওনা আমায় আপন করে !!
©somewhere in net ltd.