![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
একটি মেয়েকে আমার মনের কথা বলার আপ্রাণ চেষ্টা করছি তবুও বলতে পারছি না, মূলত আমার এই কবিতার মাধ্যমে এই দ্বিধাদ্বন্দ্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র
মেয়েটির সাথে সম্পর্ক আমার খুব ভাল
কিন্তু মেয়েটি একটু খানি কালো
কালো হোক ফর্সা হোক সেটা কথা নয়
তাকে দেখলে আমার কেন লাগে যানি ভয়
বাঘ নয় ভাল্লুক নয় কেন ভয় করব
তার সাথে আরও মধুর সম্পর্ক গড়ব
মনে মনে ভাবি যখন এই কথাটি
হটাৎ দরজায় টোকা দেয় সেই মেয়েটি
বলে, রাজু আগামীকাল স্কুল কয়টায়
আমি বলি সকাল দশটায়
নিয়মিত তার সাথে স্কুলেতে যাই
তাকে নিয়ে ক্যান্টিনেতে ফুচকা খাই
কেমন করে বলব তাকে আমি ভালোবাসি
এই কথার জন্য গলায় আটকে আছে ফাঁসি !!!
ক্লাস নাইনে থাকতে এই কবিতাটা লিখেছিলাম
০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৪৬
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১১:১৪
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর