![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আত্মহত্যা করার জন্য একটি মেয়ে রেললাইনে গিয়েছে তাকে নিয়েই মূলত এই কবিতা লিখা
একদিন বিকেল বেলা
শেষ করলাম মাঠের খেলা
তারপর গেলাম রেল ষ্টেশনে
গান গাচ্ছিলাম মনে মনে
এমন সময় একটি মেয়ে
হেঁটে যাচ্ছে লাইন দিয়ে
আমি পেছন দিকে ফিরলাম
হটাৎ ট্রেনের আওয়াজ শুনলাম
তাকিয়ে দেখি মেয়েটির দিকে
দৌড়ে যাচ্ছে ট্রেনের দিকে
পিছু পিছু ছুটলাম তার
জোরে দিলাম চিৎকার
ট্রেন আসছে খুব জোরে
দিলাম টান হাত ধরে
তার মুখ জুড়ে দুঃখের ছাপ
বললাম আত্মহত্যা মহাপাপ !!
©somewhere in net ltd.