![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বাহিরে কি সুন্দর বৃষ্টি, ভেজা ভেজা প্রকৃতি, সেই সাথে ভেজা আমার এই মন,
ভীষণ একা লাগছে নিজেকে !! তাই এই কবিটাটি লিখে ফেললাম
চারিদিকে হৈচৈ
চিৎকার চেঁচামেচি
ভালো লাগে না কোনকিছু তাই
একা একা বসে থাকি।
আনমনে মন আমার
করে ছুটোছুটি,
যখন দেখি ছাদের উপর
জোড়া একটি অথবা দুটি।
জানালার ধারে দাঁড়িয়ে একা
ভালো লাগে না কোনকিছু,
তবু দুঃখ ছাড়ে না আমার পিছু।
মনে মনে ভাবি শুধু এই কথাটি
কোনদিন কী পাব না দেখা
সুখ নামের সোনার হরিণটির???
একদিন দুঃখও দুঃখ পেয়ে আমাকে ছেড়ে চলে যাবে, কেননা
মৃত্যুর কাছে দুঃখকে হার মানতেই হবে !! হ্যাঁ হারতেই হবে !!
©somewhere in net ltd.