![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
অনেকদিন থেকেই ভাবছি
লিখতে হবে নতুন কিছু
কি লিখব? কি লিখব করে
লাগলাম ছুটতে ভাবনার পিছু
আর কিছু ভাবতে চাই না
ভাবনার টানলাম ইতি
কাগজ কলম হাতে নিয়ে লিখতে
আরম্ভ করলাম ভালবাসার গীতি
স্কুল জীবন শেষ করে
কলেজ জীবন দিচ্ছি পাড়ি
কলেজে গিয়ে দেখি সেখানে শুধু
ভালোবাসার ছড়াছড়ি
টিফিনে এবং ছুটির পরে
ক্যাম্পাসে ছেলেমেয়ে কত
সবাই বসে আড্ডা মারে
কবুতরের জোড়ার মত
নিয়মিত কিছু জোড়া
কলেজ দেয় ফাঁকি
এখানে ওখানে ঘুরে বেড়ায়
হাতে হাত রাখি
চারিদিকে প্রেম
ভালোলাগা ও ভালোবাসার খেলা
শুধু আমিই এই পৃথিবীর বুকে
নিঃস্ব সঙ্গিহীন ও একেলা !!
©somewhere in net ltd.