![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
ব্রাজিল vs আর্জেন্টিনা...
লেখকঃ পাওয়া যায়নি...
আর্জেন্টিনা, আর্জেন্টিনা মুখে ফেনা তুলিস
বিশ্বকাপটা জিতলি কবার সেটা কেনো ভুলিস?
আর্জেন্টিনা ছাড়াও বিশ্বে বিশ্বকাপটা হয়
ব্রাজিল ছাড়া বিশ্বকাপ! সেটা হবার নয়।
সাপোর্ট কর যতখুশি, কর তোরা শোরগোল,
নিজেদেরকে সেরা বলেই বাঁধাস গন্ডগোল;
বুঝেও কেন না বোঝার ভান করিস তুই?
দুইয়ের চেয়ে পাঁচ বড় না পাঁচের এর চেয়ে দুই?
বললে এসব বলিস তোরা অতীত কেনো ঘাটি?
আর্জেন্টিনার বর্তমানও মরুভূমির মাটি!
কোপা কিংবা বাছাইপর্বে তোরাই পরাজিত,
মুখে যতই বড়াই করিস মনে মনে ভীত!
মেসি অনেক ভাল খেলে, বাহবা বাহবা বেশ
ব্যাক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ।
দল হিসেবে তোদের চেয়ে এগিয়ে আছি ঢের
এই কথাটা আজ বাদে কাল পাবি ঠিকই টের!
তবুও তোরা আছিস বলেই জমে বিশ্বকাপ,
আর্জেন্টিনা দুধের শিশু ব্রাজিল তার বাপ!!
সূত্রঃ ফেসবুক
যেভাবে ছিলো সেভাবেই লিখে দিয়েছি (হুবুহু)।
১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৭
রাজু রহমান বলেছেন: না ভাইয়া আমি আর্জেন্টিনার সাপোর্টার
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল এর সাপোর্টার আপনি। আমিও। ভাল যুক্তি দিয়েছেন।