![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
চুপটি করে কেন বসে আছ ঐ ঘরের কোণে
কিসের ব্যাথা লুকিয়ে আছে তোমার এই মনে?
কিসের ব্যাথায় বাহায়ে চলেছ তোমার অশ্রুজল
কেন করছ অমূল্য জল শুধুই নিষ্ফল?
ওগো দুঃখে আমার বুক ফেটে যায় চেয়ে নয়ন পানে
কেন তুমি কাঁদছ বসে কিসের অভিমানে?
একি জানালার পর্দা সরাও নি তুমি আজ?
দেখ নি কী তুমি দুনিয়ার বুকে নেমে এসেছে সাঁঝ?
দেখ নি কী তুমি সন্ধ্যা সূর্যের রক্তিম সেই আভা?
চেয়ে দেখ তার মাঝখানে জ্বলছে আগ্নেয়গিরির লাভা
চারিদিকে কেমন ছড়িয়ে পড়েছে সন্ধ্যার কালো ছায়া
মনে হচ্ছে আজ সন্ধ্যা পরী করেছে তোমায় মায়া
নাইবা যদি বলতে চাও আমার সাথে কথা
কেন দিচ্ছি আমি নিজের মনেই নিজে ব্যাথা?
হার মানতে রাজী নই আমি ভাঙ্গাবোই তোমার মান
যাবার সময় দিয়ে যাব ঘুমের পরীর কাছে ফরমান !!
©somewhere in net ltd.