![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
যৌনতা নিয়ে আমাদের অশিক্ষায় আমাদেরকে এর প্রতি আরও আগ্রহী করে তোলে
যৌনতা খারাপ, যৌনতা হেন, যৌনতা তেন। শুধুমাত্র আমাদের দেশেই যৌনতাকে খারাপ বলে প্রচার করা হয় এবং আমরা ধরেই নিয়েছি যে হ্যাঁ এটা সত্যিই অনেক খারাপ কিছু।
আচ্ছা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক মিলন হয় সেটা কি খারাপ? এটাও তো যৌনতা বিষয়ের মধ্যে পড়ে। তাহলে এখানে খারাপের কি আছে? লুকানোর কি আছে?
আসলে মানুষের কাছে যখন কোন জিনিস অজানা থাকে, সেই অজানা জিনিসটাকে জানার আগ্রহ তাকে পেয়ে বসে। "জানতেই হবে কি আছে এর ভেতর" এই যে একটা ইচ্ছা, জানার আকাঙ্ক্ষা, মূলত এখান থেকেই যৌনতা বিষয়ে আমাদের এত আগ্রহ।
বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক মিলন যেমন খারাপ না তেমনি যৌনতাও খারাপ না। আমরা এটাকে খারাপ ভাবে উপস্থাপন করি। খারাপ করে ভাবি।
যৌনতা বিষয়টা কারও কাছেই গোপন থাকে না। একদিন না একদিন তা সবাই জানতে পারে। কেউ অপরিণত বয়সে জেনে ফেলে আবার কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জানতে পারে।
মূলত পার্থক্যটা এখানেই।
২৮ শে জুন, ২০১৪ রাত ১২:০০
রাজু রহমান বলেছেন: না, তবে এটা যে খারাপ না সেটা বোঝাতে চেয়েছি
২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৬
বোধহীন স্বপ্ন বলেছেন: আসলে মানুষের কাছে যখন কোন জিনিস অজানা থাকে, সেই অজানা জিনিসটাকে জানার আগ্রহ তাকে পেয়ে বসে। "জানতেই হবে কি আছে এর ভেতর" এই যে একটা ইচ্ছা, জানার আকাঙ্ক্ষা, মূলত এখান থেকেই যৌনতা বিষয়ে আমাদের এত আগ্রহ।
সহমত
২৭ শে জুন, ২০১৪ রাত ১১:৫৭
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ভালোতো... সেক্স করেন তাহলে, সমস্যা কি?
৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯
রুয়াসা বলেছেন: গাধা গরু বলেছেন: তো এখন কি করতে চান? অপ্রাপ্তবয়স্কদের মাঝে যৌন শিক্ষা ছড়াতে চান নাকি ফ্রি সেক্স অবাধ করতে চান?
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ভালোতো... সেক্স করেন তাহলে, সমস্যা কি?
খিক।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
রাজু রহমান বলেছেন: যৌনতা শিক্ষা খারাপ নয়। তবে যৌনতার অবৈধ প্রয়োগ টা খারাপ। মূলত এটাই বুঝাতে চেয়েছি ভাই।
ভালো থাকবেন
৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫
bakta বলেছেন:
সকালবেলায় এসে ওখানে
সুড়সুড়ি না দিলেই কি নয় ?
আমরা বয়স্করা আছি এখানে
তোর নাইকো কোন ভয় ।
আরে বাবা থামনা একটু
ওসব করবি পরে,
বিয়ে করে আনবি ধরে
পরের মেয়ে ঘরে ।
দেখবি বাছা কত দমে
কত পড়ে ঘাম,
ঢের হয়েছে এবার সোনা
একটুকুনি থাম ।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১০
রাজু রহমান বলেছেন: ভাই কবিতা তো ভালোই লিখেন।
তবে কথা হচ্ছে আমি সকালবেলা আসলেও সুড়সুড়ির জোর কিন্তু খুব প্রখন। একটু সাবধানে দাদা।
ভালো থাকবেন সর্বদা
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৮
গাধা গরু বলেছেন: তো এখন কি করতে চান? অপ্রাপ্তবয়স্কদের মাঝে যৌন শিক্ষা ছড়াতে চান নাকি ফ্রি সেক্স অবাধ করতে চান?