![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
যাদের বাড়িতে পানির ফিল্টার আছে তারা দেখেছেন নিশ্চয়;
কিছুদিন পরপর পানির ফিল্টারে আয়রন পড়ে তা লাল হয়ে যায়। তখন ফিল্টার খুলে তা পরিষ্কার করে আবার সেট করতে হয়।
আল্লাহ্ প্রতিটা মানুষের ভেতরেই একটা করে পানির ফিল্টার তৈরি করে দিয়েছেন, সেখানে পানি জমা থাকে। মজার বিষয় হল; জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন সেই ফিল্টারে ময়লা জমে তা লাল হয়ে যায় না, আবার তা খুলে পরিষ্কারও করতে হয় না।
অথচ আমরা সেই মহান আল্লাহ্র কতটুকু শুকরিয়া আদায় করেছি বা করি?
#আলহামদুলিল্লাহ্
©somewhere in net ltd.