![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন দেখা যেন পাপ। স্বপ্ন পূরণের কথা ভাবতে ভাবতে একসময় তারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে থাকে।
ভুল করে কেউ যদি স্বপ্ন দেখেই ফেলে সে একজন আলোকচিত্রী হবে। কেবল আলোকচিত্রীই নয় সে একজন শিল্পী হবে, যে আবিষ্কার করবে সমাজের শত সহস্র বঞ্চিত মানুষের ভাষাকে তাঁর ক্যামেরার ফ্রেমে। পারিবারিক খরচ, পড়াশোনার খরচ ছাড়াও শতশত খরচ যোগানোর পর দুর্লভ একটি ডিএসএলআর কেনার স্বপ্ন শুধু পাপই নয়, কঠিনতম পাপ।
আসলে স্বপ্ন বড়লোকের সন্তানদের জন্য। রাতে ঘুমাতে ঘুমাতে স্বপ্নে দেখল একটা ডিএসএলআর কিনবে, আর সকালে ঘুম থেকে উঠে টেবিলের উপর আবিষ্কার করল নতুন ডিএসএলআর। খুশিতে আত্মহারা হয়ে থ্যাংক য়্যু ড্যাডি বলে বাইক স্টার্ট দিয়েই বেরিয়ে পড়ল প্রিন্সেস ডালিয়া, প্রিন্সেস পিংকি, প্রিন্সেস নাতাশার ছবি স্যুট করতে।
সত্যিই মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন দেখা পাপ।
কঠিনতম পাপ।
২৩ শে মে, ২০১৫ সকাল ১১:১৯
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে মে, ২০১৫ সকাল ১১:৩১
স্বপ্নেরফেরীওয়ালা বলেছেন: ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে স্বপ্ন দেখতে হবে এবং সে গুলো কে পুরুন করার জ্বলন্ত ইচ্ছা থাকতে হবে।
তাইলেই হবে। আপনি এই পোষ্টতা পড়তে পারেন , কাজে লাগবে, অনুপ্রেরনা পাবেন।
২৩ শে মে, ২০১৫ রাত ৮:১৭
রাজু রহমান বলেছেন: ভেরি কমন থিং। অনেক আগে থেকেই জানা
ধন্যবাদ ভাই
৩| ২৩ শে মে, ২০১৫ সকাল ১১:৩৬
হাসান বিন নজরুল বলেছেন: তাই মধ্যবিত্তের উচিত পাপ না করে বাস্তবতার জগতে বিচরণ করা... স্বপ্নটা নাহয় ওদের জন্যই তোলা থাক।
২৩ শে মে, ২০১৫ রাত ৮:১৮
রাজু রহমান বলেছেন: দারুণ বলেছেন
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ সকাল ১১:১৪
ঝড়-বৃষ্টি বলেছেন: আসলেই তাই।