![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
মেয়েটা জানে সে কল কেটে দেয়ার পর ছেলেটা আবার কল দিবে, তাই সে বারেবারে কল কেটে দেয়।
একদিন এ জানা অজানায় পরিণত হয়, পরিচিত নাম্বার থেকে আর কখনও আসে না কল এবং সবশেষে স্থান পায় ব্লকলিষ্টে আর শুন্য জায়গাটা দখল করে নেয় নতুন কোন নাম্বার।
এভাবে একদিন বিশ্বাসগুলো অবিশ্বাসে পরিণত হয়। দুজন দুজনকে ছাড়া বাঁচতে শেখে। বাস্তবতাকে মেনে নিতে শেখে।
ভাঙা গড়ার মধ্যে দিয়ে এভাবেই অতিবাহিত হতে থাকে একেকটি জীবন...
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭
মহা সমন্বয় বলেছেন: সুন্দর বলেছেন।