![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সবার দৃষ্টি আকর্ষণ করছি,
মহাবিশ্বের অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী ৫ দিনের মধ্যে এশিয়ার অধিকাংশ জায়গাকেই প্রভাবিত করবে। দয়া করে সবাই বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবেন। ঐ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করবে এবং এজন্য শরীরের পানি শুকিয়ে যেতে পারে ও সানস্ট্রোক হতে পারে।
(বি: দ্র: এই সময় সূর্য সরাসরি বিষুবরেখা লাইনের উপরে অবস্থান করবে)
দয়া করে সবাই দৈনিক কমপক্ষে প্রায় ৩ লিটার পানি পান করবেন। সেইসাথে ঠাণ্ডা পানি ও ফল এবং সবজী খাবেন।
তাপপ্রবাহ কোন রসিকতা নয়! একটি নতুন অব্যবহৃত মোমবাতি বাড়ির বাইরে বা উন্মুক্ত এলাকায় রাখুন, যদি মোমবাতি গলে যায় তাহলে বুঝবেন বিপজ্জনক স্তর।মানুষের শরীর ঠিক মোমবাতির মতই।
আপনার ঘরের তাপমাত্রা আর্দ্র রাখার জন্য বাড়ির ভেতর, অথবা অফিসের ভেতর, অথবা ক্লাস রুমের ভেতর খাবার পানির বোতল রাখুন। সর্বদা ঠোঁট, চোখের মনির আর্দ্রতা পরীক্ষা করান এবং সুস্থ থাকুন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইল।
ধন্যবাদ
২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭
আরজু পনি বলেছেন:
এই গরমে আমার যত শরীর খারাপ বাড়ছে তত চা খাওয়া বাড়ছে
আপনার পোস্টটা মাথায় রাখলাম
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
নতুন বলেছেন: এটা প্রতিবছরই হচ্ছে.... সূযে`র নিদৃশ্ট পথেই সে চলে... https://en.wikipedia.org/wiki/Sun_path
এটা নিয়ে প্যানিক হবার কিছু নাই।
মানুষের কারনেই বিশ্বের তাপমাত্রা বাড়ছে... জলবায়ুর পরিবত`ন হচ্ছে...
মহাবিশ্বের অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী ৫ দিনের মধ্যে এশিয়ার অধিকাংশ জায়গাকেই প্রভাবিত করবে।
এটা বুঝতে পারলাম না.... কারন মহাবিশ্বের তাপ কিভাবে বৃদ্ধি পেলো.?? না কি গ্লোবাল ওয়ামিং এর কথা বলছেন?
বেশি পানিপান করা ভাল... ।
৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
আহসানের ব্লগ বলেছেন: নতুন ব্রো আমার জানামতে আগামী ৫ দিন বিষুব রেখা বরাবর সূর্যের আলো কড়া ভাবে পড়বে তাই হয়তো ।
৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩
Safin বলেছেন: লেখাটা পড়ে একটা ঢোক গিললাম . . . . .
সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে!
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৮
সাগর মাঝি বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ!!!!
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৪
শাহ আজিজ বলেছেন: শুধু পানি খাবেন কোন ড্রিঙ্কস বা কোমল পানীয় নয় কারন এসব পানীয় আপনার গলায় আঠালো ভাব সৃষ্টি করবে। যাদের উচ্চরক্তচাপ , কার্ডিয়াক , ডায়াবেটস আছে তারা দুপুরে যাতায়াত পরিহার করুন । সাথে পানি রাখুন আর একদিন ভেজিটেরিয়ান হয়ে যান। আজ ৩৭ ডিগ্রি থাকবে তবে কাল ৩৮এ উঠবে শনিবার মেঘলা এবং রবিবার বৃষ্টি ।
হিট স্ট্রোকে অকারন ক্লান্তি এবং ঘুম ভাব চলে আসে। আসে পাশের কোন হাস্পাতালে বা এ সি যুক্ত দোকানে ঢুকে পড়ুন। জ্ঞান হারানোর আগেই তাদের বলুন আপনাকে চিকিতসা দিতে । স্যালাইন চলবে এবং প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ হবে। সতর্ক থাকুন এসব ব্যাপারে ।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮
ডি মুন বলেছেন: ধন্যবাদ সবাইকে সচেতন করার জন্যে
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ! সত্যিই সাংঘাতিক গরম পড়েছে!
Click This Link