নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে ইচ্ছে করে, কিন্ত পারি না। এটাই নিজের সম্পর্কে নিজের ধিক্কার

ডাকপিয়ন রািকব

একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল

ডাকপিয়ন রািকব › বিস্তারিত পোস্টঃ

পীরের এবং গাঁজার ব্যবসা জমজমাট, যুব সমাজ ধ্বংসের পথে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

ধনবাড়ী, টাংগাইল

ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামে পীর এবং গাঁজার ব্যবসা জমজমাট। ভন্ডপীরদের কোন অভাব নেই। এই গ্রামে মোট পীরের সংখ্যা ১৭ জন। প্রত্যেক জনের শিষ্য ৫০০-অগণিত। পীরদের একটা সুবিধা হল তাদের বাজার খরচ, হাত খরচ, কাপড় ও অন্যান্য খরচ কিছুই করতে হয় না। শিষ্যরা সারাদিন কাজ করে রাতে পীরদের জন্য খাবার ও অন্যান্য জিনিস নিয়ে আসে। তার বিনিময়ে পীর আর শিষ্য বসে সারা রাত গাঁজা সেবন এবং গান বাজনা চলে। এই গ্রামের প্রায় ৭০% লোক এই নেশায় আসক্ত। পরিতাপের বিষয় হলো গ্রামের স্কুলগামী ছাত্র গুলোর উপর এই প্রভাব মারাত্বকভাবে পড়ছে। আর ধনবাড়ী এবং আশপাশ থেকে যুবক ছেলেরা নিরাপদে বসে গাঁজা সেবন করে। সারা দিন স্কুল কলেজ বাদ দিয়ে বসে বসে গাঁজা খায়। পীরদের লাভ হলো প্রতি প্যাক গাঁজার দাম ১৫/- সারাদিন বসে যত খেতে পারে। দিন ১০০০-২০০০ টাকা ইনকাম পীরদের। প্রশাসন জানে, আশে পাশের সবাই জানে পরিতাপের বিষয় হলো কেউ প্রতিরোধ করে না। এই নেশা কি যে মারাত্বক যুব সমাজের জন্য তা কেউ উপলদ্ধি করে না। প্রশাসন যদি এগিয়ে না আসে তাহলে কিভাবে যুব সমাজ কে রক্ষা করা যাবে। এগিয়ে আসুন সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.