![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল
আপনারা আসলে কি চাচ্ছেন আমরা নিরীহ দেশবাসী বুঝতে পারছিনা। কেউ কোন দিক থেকে ছাড় দিতে রাজী নাই। কেন এই বাড়াবাড়ি? দেশ কি শুধু আপনাদের জন্য নাকি আমরা দেশের মানুষ না। আমাদের কি স্বাধীনভাবে বাঁচার অধিকার নাই। আপনাদের সংঘাতময় নোংরা রাজনীতির কবলে পরছে সাধারণ মানুষ। আপনারা কর্মসূচী দিয়েই খালাস। বুঝে সাধারণ মানুষ। বলুনতা আপনাদের নেতাবৃদ্ধ কয়জন প্রাণ হারায়েছে। বলুনতো আপনাদের নেতাকর্মী কয়জন না খেঢয় আছে। একটাও না। যত মরণ হয়েছে সাধারণ মানুষের। কাজও করবে আবার মরবেও সবার আগে। আপনাদর ডাকা হরতালের জন্য আপনাদের লাভ হচ্ছে কিন্ত সাধারণ চাকুরীজীবী, ছাত্র-ছাত্রী এদের কি হচ্ছে। কেন এই হরতাল। এর কি সমাধান দুইনেত্রীরা বসে করতে পারে না। না পারলে রাজনীতি করার কোন দরকার নেই বলে আমি মনে করি। আপনারা এই দেশের মাটি কে দেশকে যদি ভালবাসেন তাহলে এই বাজে রাজনীতি বন্ধ করে সংলাপে বসেন।্আমরা আর সংঘাত, আর লাশ, আর কান্দা, আর দলাদলী, আর ভাংচর কিছুই চাই না।
©somewhere in net ltd.