![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল
কি আর বলবোঃ পাগল ও কিন্তু তাদের নিজের বুঝটা ঠিকই বুঝে।
আমি যদি দেশের প্রধানমন্ত্রী থাকি, যদি আমার হাতে সকল প্রকার ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচন হয়, তাহলে আমি কি চাইবো যে ক্ষমতা হারাই। এটা পাগলামী ছাড়া কি? আর সব গাধারামরা বলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে। তাদের মাথায় কিছু আছে? ক্ষমতা ছোট হোক আর বড়ই হোক এটা কেউ ছাড়তে চায় না। আমি মনে করি কোনদিন কোন প্রকার দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। যদিও অন্যান্য কয়েকটি রাষ্ট্রে দলীয় সরকারের নির্বাচন হচ্ছে- তাদের যে রাজনীতি পরিবেশ, কথাবার্তার ধরণ, আইন শৃঙ্খলা, নিয়ামানুবতির্তা সম্পূর্ণ আমাদের রাজনীতিক পরিবেশ থেকে উল্টো। আমাদের রাজনীতিক বিদ শুধু গীবত গাইতে জানেন। সে এইটা, সে এত টাকা খাইছে, আমি এইটা দিছি। কিন্তু দেশের কিছু কেউ বলে। কোন প্রকার দলীয় সরকারের অধীনে কোন প্রকার নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। সেটা হোক শেখ হাসিনা, খালেদা, ভন্ড এরশাদ। আপনারা মনে করেন যে জনগণতো পুতুল, যেমন করে নাচাবো তেমনি নাচবে। আসলেই জনগণ ভোদাই। ছিঃ সকল জনগণের জন্য। আমিও এর উর্ধ্ধে নয়।
©somewhere in net ltd.