নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে ইচ্ছে করে, কিন্ত পারি না। এটাই নিজের সম্পর্কে নিজের ধিক্কার

ডাকপিয়ন রািকব

একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল

ডাকপিয়ন রািকব › বিস্তারিত পোস্টঃ

আবার সেই ফেলানী প্রসঙ্গে

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

ফেলানীকে নিয়ে ভারত সরকার যে প্রতারণা করলো, আমাদের সাখে তার বিরোদ্ধে কি আমাদের আন্দোলন করা উচিৎ ছিল না? এখান কি গণজারণমঞ্চের কানে পানি যায় নাই। তারা নাকি দেশে স্বার্থে সংগ্রাম করে। এটা কি দেশের স্বার্খ না? কেন এই নীরবতা গণজারণ মঞ্চের! কেন এই রায়ের বিরোদ্ধে কোন প্রকার প্রতিবাদ করলো না? পুরোটাই ভন্ডামী। আন্দোলন তো আন্দোলনই- সেটা ফেলানী আর যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীদের ফাসি আমি কামনা করি। আমি গরীব ফেলানীর হত্যাকারীদের সুষ্ঠ বিচার ও শাস্তি চাই। সরকার কেন এই ব্যাপারে কোন প্রদক্ষেপ নেয় না। নাকি গরিব বলে। আসলে গরিব মানুষকে আল্লাহই দেখতে পারে না। সেখানে সরকার তো সুবিধাভোগী মানুষ মাত্র। খুব দুঃখ করেই বলেছেন মানিকবন্ধোপধ্যায় যে বলেছেন, ‍"ইশ্বর থাকে ঐ ভদ্রপল্লীতে, আমাদের এইখানে তাকে খোজে পাওয়া যাবে না"। এই কথাটা ১০০% সঠিক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

হাসিব০৭ বলেছেন: "ইশ্বর থাকে ঐ ভদ্রপল্লীতে, আমাদের এইখানে তাকে খোজে পাওয়া যাবে না"। এই কথাটা ১০০% সঠিক।

সহমত....................

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

মুহাম্মদ ফজলুল হক বলেছেন: হুম। ঠিক বলেছেন আপনি। গরীবদের জানের কোনো মুল্যই নেই। তাইতো আমাদের বন্ধুপ্রতিম দেশের মানুষখেকো বাহিনী ঠাট্টাচ্ছলে হাসতে হাসতে পাখির মতো গুলি করে মারে আমাদেরকে। কাটাতারে ঝুলিয়ে দেয় আমাদের মানচিত্রকে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

ডাকপিয়ন রািকব বলেছেন: এটাই আমাদের দেশের রাজনীতির ধারা। বিএসএফরা বাংলাদেশী দেখা মাত্র গুলি করে পশুর মত আর সেদিন দেখলাম বিজিবি ভারতের বর্ডার থেকে কয়েকজনকে আটক করলো। তাদের কেন গুলি করা হলো না। আরভারতরা অবাধে আমাদের গুলি করে এটার কোন প্রতিবাদই আমরা করি না। ছি ঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.