নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে ইচ্ছে করে, কিন্ত পারি না। এটাই নিজের সম্পর্কে নিজের ধিক্কার

ডাকপিয়ন রািকব

একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল

ডাকপিয়ন রািকব › বিস্তারিত পোস্টঃ

টানাটানিতে আমাদের ড. ইউনুস আংকেল

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

বুঝলাম না কেন এই টানাটানি ইউনুস আংকেল কে নিয়ে। নাকি তার চাহিদা দেশের জনগণের কাছে বেশী। তাই বলে সবাই তার পিছনে লেগেছে। এতদিন শোনলাম যে, তাকে গ্র্রামীণ ব্যাংক এর পদ থেকে সরানো এবং কিছু অবকাঠামোর পরিবর্তন হবে। এখন দেখি । এনবিআর নতুন রিপোর্ট তৈরী করেছেন, যে তার নাকি রাজস্ব টাজস্ব, আয়কর- টায়কর বাকী আছে। তাহলে এতোদিন কেন এই সব তথ্য দিলো না এনবিআর। এখন কেন এই রিপোর্ট তারা দেয়। সে তো অনেক আগে থেকেই এগুলো আদায় করেন না। তাহলে তখন কেন এনবিআর এর কোন ব্যবস্থা নেয় নাই। আর এখন সকল প্রকার দুষ ড. ইউনুস। নোবেল বিজয়ী হওয়ার পর কেন তার সম্পর্কে এসব কথা বার্তা বলা হলো না। সে এখন স্বার্খে আঘাত করেছে তাই তার সম্পর্কে নতুন নতুন তথ্য বার হইতেছে। সে হাজার দোষী তাকে কেন আগে এর জন্য জবাব দিহী করানো হলো না। এখন কেন তার বিরোদ্ধে এতো অভিযোগ। এটা যে রাজনীতিক প্রতিহিংসা সেটা বুঝার একটুও বাকী নাই আমাদের। সে একজন সম্মানী ব্যক্তি তাকে নিয়ে টানা টানি না করা টাই উত্তম। সে তো ভালোই নিজের মতই ছিল। কেনই বা এই পথে আসলো, আর কেনই বা আপনারা আর পিছনে লাগলেন বুঝলাম না।

মতামত

মন্তব্য ০ টি রেটিং +০/-১

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.