নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে ইচ্ছে করে, কিন্ত পারি না। এটাই নিজের সম্পর্কে নিজের ধিক্কার

ডাকপিয়ন রািকব

একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল

ডাকপিয়ন রািকব › বিস্তারিত পোস্টঃ

আগে থেকেই জানতাম, এরশাদ পল্টি মারবো

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

যেই টা আশা করছিলাম, সেইটাই হইলো। অবশেষে এরশাদের ভন্ডামী দেশবাসী দেখতে পাইলো। শুরু থেকেই জানতাম এরশাদ একটা পল্টি মারবো। মাঝ খান থেকে ফয়দা লইল। আশা হল বিএনপি নির্বাচনে যাবো না। বিরোধী দল তো নাই। তাহলে কি মজা। আমি মানে, এরশাদ কাহা এবং আ'লীগ পরস্পর বিরোধী দল হিসাবে নির্বাচন করবে। এরশাদ অবশ্যই ফেল আ'লীগ বিনা প্রতিদ্বন্ডীতায় পাস। গণতান্ত্রিক ভাবে নিবাচন হবে। সরকার আবার আ'লীগ। গণতন্ত্রও প্রতিষ্ঠা হইল, দল ও ক্ষমতায় আইল, স্বাস্থও উদ্ধার ইইল। হা হা হা হা এরশাদ কাহা আষ্ট্রপতি। রাষ্ট্রপতি না কিন্তু। পাগলের সুখ মনে মনে....................................

জানি জানি সব জানি।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জোট আবার বিরোধী হয় কেমনে!!!!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

ডাকপিয়ন রািকব বলেছেন: কেন বলছিলোতো একাই নির্বাচন করবে? এখনও তো তাই করবে। এরশাদ আ”লীগের সাথে আছে।

২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

জানপরী বলেছেন: কুকুরের ঘেউ ঘেউ বিশ্বাস করলেও এরশাদের কথা জনগণ বিশ্বাস করেন না।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

ডাকপিয়ন রািকব বলেছেন: হা ঠিক বলেছেন ভাই। মরার আগে মতিছাটায় ধরছে এরশাদের

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

মদন বলেছেন: পাগলের সুখ মনে মন =p~

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

ডাকপিয়ন রািকব বলেছেন: তাই সে মনে করে যে চালাক বুঝি সে একাই কেউ কিছু বুঝে না।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: আশা করছি আগামী দুইদিনের মধ্যে এরশাদ কাহা আবার পল্টি মারবে।

পাগলের সুখ মনে মনে B-)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

ডাকপিয়ন রািকব বলেছেন: আশা করা যায়

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

শামীম সুজায়েত বলেছেন: রাজনীতি হাটের সবচেয়ে শস্তা প্রাণীটির নাম সম্ভাবত "এরশাদ।"

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

ডাকপিয়ন রািকব বলেছেন: হা হা হা

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

নানাভাই বলেছেন: দুঃস্বপ্০০৭ বলেছেন: আশা করছি আগামী দুইদিনের মধ্যে এরশাদ কাহা আবার পল্টি মারবে।@সহমত

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: জীবনটা আসলে সরল, আমরাই একে জটিল করে তুলি । জীবনের প্রতিটি মোড়ে নিজেকে একটাই প্রশ্ন করতে হবে -- কোন পথটা সত্যের আর ন্যায়ের আর কোনটা মিথ্যা আর অন্যায়ের । সত্য আর ন্যায়ের পথে অনেক বাধা, কষ্ট । এই বাধা আর কষ্ট উপেক্ষা করে যারা সামনে এগিয়ে যেতে পারে তারাই প্রকৃত বিজয়ী । জনাব এরশাদের ভেতর সেই সততার বিষয়টিই অনুপস্থিত । তাই তিনি পালটি দেবেন এটাই স্বাভাবিক ।

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

ডাকপিয়ন রািকব বলেছেন: হা হা হা হা হা

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: পুরানা প্রেম বেশী টানে...... সেটা প্রকাশ্য হোক আর গোপন.... :P

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

ডাকপিয়ন রািকব বলেছেন: একমত আপনার সাথে

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

রাফা বলেছেন: এরশাদ কোন সাধু পুরুষ নয়।কিন্তু এখানে পল্টি কোথায় দেখলেন?মহাজোটের সাথেই তো আছে এবং ছিলো।
পল্টি-তো হবে যদি তিনি মহাজোট ত্যাগ করে -জামাত/বিএনপি জোটে ভিরেন হালুয়া রুটির লোভে।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

ডাকপিয়ন রািকব বলেছেন: আপনে কোন দেশে থাকেন। দেশের ভিতর যে সভা সমাবেশ করলো যে সে আর মহাজোটে নাই। একাই নির্বাচন করবে। সরকার বিরোধী কথা বললো। @রাফা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.