নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে ইচ্ছে করে, কিন্ত পারি না। এটাই নিজের সম্পর্কে নিজের ধিক্কার

ডাকপিয়ন রািকব

একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল

ডাকপিয়ন রািকব › বিস্তারিত পোস্টঃ

ফোনলাপ শোনতে শোনতে পাগল হয়ে যাব।

৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আমরা হলাম ঝুকে বাঙালী। যে কোন একটা ইস্যু পাইলে, আর কোন কাজ নাই। সেইটা নিয়া শুরু হয় মাথা ব্যাথা। যেমন ধরেন, পদ্মা সেতু ইস্যু, শেয়ার বাজার ইস্যু, হলমার্ক ইস্যু, রানা প্লাজা ইস্যু, বিদ্যুত কেন্দ্র ইস্যু, চুলাচুলি ইস্যু ইত্যাদি। এমনিতেই অস্থির এই সব ইস্যুর মন্তব্য প্রচার প্রচারণা শুনতে শুনতে। আবার আরেকটা ইস্যু শুরু হইছে, দুই খালার ফোনলাপ। তারা ফোনে কি বলছে, কেমনে বলছে এই নিয়ে মাতামাতি। চলছে তুমুল টক শো, টিভি শো। টিভি অন করলে কিছু দেখাক বা না দেখাক, ফোনলাপ দেখাবেই। পাগল হয়ে গেলাম এদের জ্বালায়।



একটু পরিতর্বন আনলে কেমন হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

হেডস্যার বলেছেন:
সবাই পন্ডিত।
পাইছে একটা ইস্যু, ব্যাস একেকজন ২/৩ কইরা পোষ্ট দিয়া নিজের বিদ্যা জাহির করতেছে।

আর পরিবর্তনের কথা বলতেছেন !!
লাভ নাই, একটু পরে দেখবেন ফোনালাপ বিষয়ক ২/৪ টা লিঙ্ক কমেন্টের ঘরে দিয়া গেছে। :D

৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ডাকপিয়ন রািকব বলেছেন: আপনি কি মনে করেন? প্লিজ বলবেন কি #হেডস্যার

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

এম আর ইকবাল বলেছেন:
আমি একবারো শুনি নাই ।
অথ্যাৎ বাংলাদেশের কোন চ্যানেল দেখতেছি না ।
আমার মতে মিড়িয়াও সন্ত্রাস ছড়াচ্ছে ।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

ডাকপিয়ন রািকব বলেছেন: 100% Right

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.