![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল
আমার মতে, সকল অবিবাহিত ক্ষমতাশীন দলের (যেকোন দল) নেতাকর্মী, বখাটে, টুকাইও ড্রাইভার, হেলপার, কুলি, শ্রমিক, লম্পট, লুচ্চা কোয়ালিটির লোকদের সরকারী খরচে বিবাহ করিয়ে দেওয়া উচিৎ। অথবা ছাত্র-ছাত্রীদের যেভাবে উপবৃত্তি প্রদান করা হয়, সেভাবে তাদের জন্য একটি ভাতার ব্যবস্থা করতে হবে যাতে তারা অনায়েশে ইচ্ছা হলেই পতিতালয়ে গিয়ে নিজের পশুত্বকে সাময়িকভাবে বিষর্জন দিতে পারে। তাহলে হয়তো আমাদের মা- বোনরা কিছুটা হলেও রক্ষা পাবে।
কথা গুলো খুব দুঃখ নিয়ে লিখলাম। কেন ধর্ষণকারীদের উপযুক্ত বিচার করা হয় না। অবশ্য ধর্ষণকারীরা প্রভাবশালী হয়। তাই বলে কি আমারা মানুষের মর্যাদা পাবো না। আমাদের কি অধিকার নেই স্বাধীনভাবে চলাফেরা করতে। যদি অধিকার না থাকে তাহলে নোটিশ নিয়েদিন ৪টার পর কোন মেয়েরা ঘরের বাহিরে বের হত পারবে না। সরকারে দৃষ্টি আকর্ষণ করছি।
ধর্ষণকারীদের শনাক্ত দ্রুত আইনের মাধ্যমে ৫-৭ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করা হলে ধর্ষণ ৯৯% কমে আসবে আমার ধারণা। বিষয়টি প্রকট আকার ধারণ করেছে তাই আপনাদের নিকট করজোর আবেদন দয়া করে একটা পথ বের করুণ। আপনাদের সু-দৃষ্টি কামনা করছি।
#ধন্যবাদ
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বিবাহিত লোকেরা যে ধর্ষণ করেনা, অাপনাকে কে বললো?
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮
ডাকপিয়ন রািকব বলেছেন: পরিমাণ টা কম। আমি বলেছি কিছুটা হলেও কমবে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
বাজারে কি ভায়াগ্রা বেশী বিক্রয় হচ্ছে?