![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে । কথাটি হল '''' পর কখনও আপন হয় না , আবার আপন কখনও পর হয় না । """ কথাটি এতো দিন আমি একটু একটু মানলেও পুরোপুরি মানতাম না । ভাবতাম পরকেও আপন বানানো যায় । কিন্তু ধীরে ধীরে আমার সে ধারনা ভুল বলে প্রমাণিত হচ্ছে ।আমার কাছে মনে হচ্ছে আমাদের আদি লোকগণ এমনি এমনি কথাটা বলেন নি । পর পরই থেকে যায় , হয়তোবা সাময়িক সময়ের জন্য কাছে আসে ।
আমার কাছে এখন মনে হয় রক্তের সর্ম্পক সবচেয়ে বড় । কিছু সময়ের জন্য দূরে গেলেও আবার ঠিক চলে আসে । আমার এই ধারণা অনেকের কাছে গ্রহনযোগ্য নাও হতে পারে । এটা আমি আমার জীবন দর্শন থেকে বলছি ।
হয়তো এটা ভুল আবার হয়তো সঠিক ।
©somewhere in net ltd.