![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয় পেওনা
তোমাকে দেখবো বলে ,
এ রাস্তায় আসি নি ।
এসেছি স্মৃতিচারণ করবো বলে ,
যখন তুমি আর আমি হাতে হাত ধরে
হেঁটে যেতাম এ রাস্তা ধরে ।
সেই ফেলে আসা দিনগুলোর
একটু সুবাস নিতে এসেছি ।
অনেক দিনের জমানো আবেগ গুলোকে
একটু সতেজ করতে এসেছি ।
যখন তুমি কাঁধে মাথা রেখে বলতে
ভালোবাসি তোমাকে ,
আমি সেই দিনগুলোকে খুঁজতে এসেছি ।
যে ভালোবাসা হারিয়ে গিয়েছে
আমি সেই ভালোবাসা খুঁজতে ,
আজ অনেক দিন পর এসেছি ।
ভয় পেওনা,
তোমাকে দেখবো বলে আসি নি ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
সুমন কর বলেছেন: সুন্দর।