নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

জীবনযোদ্ধা‬ ফারুক

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

ঝিগাতলা থেকে মোহাম্মদপুর যাব রিকশা খূঁজছিলাম । হঠাৎ একটা ভদ্র মত অল্পবয়সী রিকশাওয়ালা এসে বলল ভাইয়া আমি যাব । আমি বললাম কত নিবে সে বলল ভাইয়া যা ন্যায্য তাই দিয়েন । আচ্ছা বলে আমি আর আমার এক বন্ধু উঠলাম । আমার বন্ধু বলল খুব ইচ্ছে করছে ঢাকা শহর টাকে রিকশা করে ঘুরে দেখার ।
কথা কথায় ছেলে টাকে জিজ্ঞেস করলাম কই থাকো ? ছেলেটি বলল ভাইয়া আমি রায়েরবাজার থাকি । আমার বন্ধু বলল তোমার বাড়ী কই ?ছেলেটি বলল আমার বাড়ী দিনাজপুরের স্বপ্নচূড়া না কি জানি বলল মনে নেই ।
হঠাৎ ছেলেটি বলল ভাইয়া আপনারা কি করেন ? আমরা বললাম আমরা ছাত্র ।তখন ও বলল ভাইয়া আমিও পড়াশুনা করি মাদ্রাসাতে আলিম এ । বলল ভাইয়া বই কেনা দরকার তাই ঢাকা আসছি রিকশা চালাইতে ৭-৮ দিনের জন্য ।বই কেনার টাকা হলেই বাড়ী চলে যাব ।
শুনে অনেক খারাপ লাগলো । চোখে পানি চলে আসছে ।
আমি জিজ্ঞেস করলাম , তোমার বাসায় কে কে আছে ?? ও বলল ভাইয়া বাবা মা ভাই বোন সবাই আছে । তো তোমার বাবা কি করে ? ও বলল ভাইয়া বাবা ক্ষেতখামারী করে ।

জীবন যুদ্ধের এই সৈনিকের নাম ‪#‎ফারুক‬ ।
আমি বললাম তোমার মোবাইল নাম্বার আছে । বলল ভাইয়া ছিল না মা আসার সময় একটা মোবাইল দিয়াদিছে ।দেখলাম মোবাইল খানা অনেক পুরাতন । আমি বললাম তোমার নাম্বার খানা দেও । নিয়ে আসলাম নাম্বার ‪#‎ফারুকের‬ ।

এই সব ফারুকেরা জীবনের যুদ্ধে জয়ী হবার জন্য কতকিছুই না করছে । আর আমরা কত কিছু পাচ্ছি তারপরও আরো চাই নতুবা হতাশ হয়ে ফেরত আসি ।কিংবা কিছু করতে না পারলে ভেঙ্গে পড়ি । এই ফারুক রাই আমাদের বাস্তব জীবনের শিক্ষক । কত বাধা তারপরও এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা তাকে করেছে সাহসী জীবন যোদ্ধা । ওর সফলতার জন্য সবাই দোয়া করবেন । ফারুক তুই জীবন এ অনেক উন্নতি কর এই দোয়াই করি ।

শুকরিয়া আল্লাহ্‌ তোমার দরবারে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: এমন প্রকৃতির মানুষ উন্নতি না করলে আর কারা করবে আমরা, যারা সর্বদাই বিলাসিতার চাদর পরিহিত ।
চিন্তাসিল ব্যক্তিবর্গের জন্য এটা শিক্ষার সিমাহীন স্থান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.