![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন তোমাকে নিমন্ত্রন
সময় করে একদিন এসো
আমার দুনিয়ায় ।
সাথে করে নিয়ে এসো
আমার অপূর্ণ স্বপ্নগুলোকে
আবার আমার দুনিয়ায়।
আমি ছুঁয়ে দেখতে চাই
আমার সে অপূর্ণ স্বপ্নগুলোকে
আমি আবার একটু ফিরে যেতে চাই
আমার সে রঙ্গিন দুনিয়ায় ।
আমি আবার নতুন স্বপ্ন
দেখতে চাই
আমি আবার নতুন করে
নতুন স্বপ্নের রংতুলি দিয়ে
আমার দুনিয়াটাকে
রঙ্গিন করতে চাই ।
স্বপ্ন তোমাকে নিমন্ত্রন
সময় করে একদিন এসো
আমার দুনিয়ায় ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: স্বপ্ন মানুষকে জাগিয়ে রাখে