![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী হলো স্নেহ , মায়া , মমতা , সৌন্দর্য, ভালোবাসা, অনুপ্রেরণা, শক্তি এর প্রতীক ,ধারক , বাহক এবং রক্ষক । নারী হলো পারিবারিক বন্ধন ধরে রাখার রক্ষক । এই নারীর জন্যই পরিবার এতো সুন্দর । এই নারীই আপনার আমার মা ,বোন , প্রেয়সী, বন্ধু , পথপ্রদর্শক । এই নারীকে নিয়েই যতো কবিতা গান লিখেন । তাহলে কেন এতো অবহেলা ?অল্পকিছু সুবিধাবাদী নারীর জন্যতো আর সবাইকে একই কাতারে ফেলা যায় না । নারী হলো পরিবার তথা সমাজ তথা দেশের তথা বিশ্বের উন্নয়নের চালিকা শক্তি । তাইতো বিখ্যাত নেপোলিয়ন বলেছেন ''' আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব।"
একদিনের জন্য নারীবাদী না হয়ে আমরা সারাবছর এই দিবসের উপলব্ধিটুকু ধরে রাখি । আর তা শুরু হতে হবে আপনার কাছ থেকে , আমার কাছ থেকে এবং তা শুরু করি প্রথমে আপনার আমার ঘর হতেই ।
নারী হলো যেমন সব উন্নতির কারণ আবার নারী হলো অনেক ধ্বংসেরও কারণ ।তাই বলেতো নারীবিদ্বেসী হওয়া যাবে না ।তাইতো ''কাজী নজরুল ইসলাম''তার '' নারী "" কবিতায় বলেছেন ------
বিশ্বের যা কিছু মহান
সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ
বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর
অর্ধেক তার নারী।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: বাহ! ভাল লিখেছেন।