![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙ্গা পথের পথিক আমি ,
চলতে না জানি ভালো পথে।
এবড়ো থেবড়ো ভাঙ্গা বন্ধুর
এই পথেই চলেই,
কেটেছে শৈশব কেটেছে কৈশর
এপথেই চলা আমার এখন অভ্যাস ।
তাই বলে ভালো পথে চলতে চাই না
এ কথা বললে বলা হবে মিথ্যে,
সত্যি বলতে কি জানেন ?
এ ভালো পথে চলার খুবই শখ আমার
কিন্তু দূর হতেই দেখি আমি সে ভালো পথ ।
তবে হবে চলা সেই ভালো পথ
কোন একদিন কোন এক সময়ে
তখন থাকবে অনেকে আমার সাথে সেই পথে ।
তখন আমি হবো
সেই ভালো পথের নিয়মিত পথিক
তবে ভুলবোনা আমার সেই ভাঙ্গা পথকে ।
আমার ভাঙ্গা পথই হবে
আমার ভালো পথের সংযোগ পথ ।
©somewhere in net ltd.