![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের ছেলেদের ভালোবাসার গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই এই রকম হয় । একমত হতেও পারেন আবার নাও পারেন ।
এই ভালোবাসার গল্পটা ছোট কিন্তু গভীরতা অনেক । কাউকে দেখলাম ভালো লাগলো , তার কন্ঠস্বর শুনলাম ভালো লাগলো , তার সম্পর্কে জানলাম আবার ভালো লাগলো ।এবার আর ভালো লাগা নয় সরাসরি ভালোবেসেই ফেললাম । রবীন্দ্রনাথের '' হৈমন্তী গল্পর অপুর মতো গাড়মোড় ভাঙ্গিয়াই ভালোবাসিয়া ফেলিলাম ।''
কিন্তু জানেন আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে বেশিরভাগ সময়ই বলতে পারিনা আমাদের ভালবাসার কথা ।
এখানেই শেষ আমাদের ভালোবাসার ছোট্ট গল্প ।
এভাবেই ভালোবাসাগুলো স্বপ্নগুলো কালের গহ্ববর এ হারিয়ে যায় । তবুও আমরা বেঁচে থাকি আমাদের বেঁচে থাকতে ।
এই জগতে বেঁচে থাকাটাই স্বার্থকতা ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:১৫
আনিসা নাসরীন বলেছেন: ভালবাসা চেঁপে রাখবেন না। হয়ত পাশের উনিও আপনার বলায় আশায় ছিল।