![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুতা ছিঁড়ে যাওয়াতে হাতে নিয়ে হাঁটছি । অনেক দিন পর খালি পায়ে হাঁটছি ভালো লাগছে ।আর গুনগুন করে গাইছিলাম " নীল আকাশের নিচে রাস্তায় চলেছি একা ।""
কিন্তু বিপত্তিটা ঘটলো একটু পর । যখন একটা সুন্দরী মেয়ে আমার পিছন থেকে হাসতে হাসতে ডেকে কথা বললো তখন ।কথোপকথন টা ছিলো এই রকম ।
মেয়ে : এই যে শুনছেন । একটু দাঁড়ানতো ।
আমি পিছনে তাকিয়ে আগে দেখলাম কে ডাকছে কাকে ডাকছে । আমার এ অবস্থা দেখে মেয়ে হয়তোবা বুঝে গেছে ।তাই মেয়েটি বললো আপনাকেই বলছি । আমিতো পুরো অবাক আমাকে ডাকছে । আমিতো মেয়েটিকে চিনি না কিংবা কখনো দুষ্টুমিওতো করিনি ।
আমি - জ্বী বলুন ।
মেয়ে : আচ্ছা আপনি জুতা হাতে নিয়ে হাঁটছেন কেন ? পাশেইতো মুচি আছে ঠিক করছেন না কেন ?
আমি - ওমা এতে কি কারোর ক্ষতি হচ্ছে ?
মেয়ে : না । কিন্তু কেমন জানি দেখা যাচ্ছে ।
আমি - যেহেতু কারোর ক্ষতি হচ্ছেনা তাহলে এখন আর ঠিক করার প্রয়োজন নেই । আমার ভালো লাগছে এভাবে হাঁটতে ।
মেয়ে : আপনিতো ভীষণ ঘাড়ত্যাড়া লোক । (রেগে )
আমি তখনই মেয়েটিকে ভালো ভাবে দেখলাম ।আহা কি আগুন সুন্দরী রে । হিন্দিতে একটা কথা আছে না মন মে লাড্ডু ফুটা ।আমারো তাই হলো । চিন্তা করলাম আরেকটু রাগিয়ে দিয়ে আমি চলে যাবো ।
আমি - এখানে ঘাড়ত্যাড়ার কি হলো তাই বুঝলাম না । আজব দেশ আজব মানুষ । আমি জুতা ঠিক করবো না খালি পায়ে হাটঁবো কিনা তাও নিজ ইচ্ছেতে পারবো না । এটা কোন কথা ? আচ্ছা আমি কি আপনার কোন ক্ষতি করছি ?
মেয়ে : না ।
আমি - না আপনার পিছন পিছন ঘুরঘুর করেছি প্রেম করবো বলে ?
মেয়ে : না । এসব কি বলছেন আপনি ? ( রেগে )
আমি- কি বলছি কিছু বলছিনা জিজ্ঞেস করছি আপনাকে । যাই হোক আমার ভালো লাগছে তাই আমি জুতা হাতে হাঁটছি । এই যে জুতাজোড়া বগলের নিচে ঢুকিয়ে বললাম এখন আরো ভালো লাগছে হাঁটতে ।
মেয়ে : আপনি অনেক খারাপ তো । আমার ভুল হইছে আপনার সাথে কথা বলে । সরি
আমি - আচ্ছা ঠিক আছে সরি গ্রহণ করা হলো । অবশ্যই আপনার ভুল হইছে ।আপনি বুঝতে পেরেছেন তাই ধন্যবাদ ।
মেয়েতো রেগে আগুন হয়ে জোরে হাঁটা দিলো ।
আমি ডাকলাম ।আর বললাম দাঁড়ান । মেয়েটি দাঁড়ালো ।
আমি - আপনি দেখতে অনেক ভালো ।
মেয়ে : হ্যাঁ । তা আমি জানি । আর কিছু ?
আমি - আর কি বলবো ।ও হ্যাঁ । আমি এখনো একাই আছি । হাহাহাহা ।
মেয়ে : বজ্জাত ছেলে ।
আমি - হাহাহাহা । ভালো থাকবেন । আশা করি আবার দেখা হবে । জুতা জোড়া হাতে নিয়েই টাটা দিলাম ।
ছবি সংগৃহীত
©somewhere in net ltd.