![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অনেকদিন পর বাড়ি যাচ্ছি বাসে করে । পাশের আসনটি ফাঁকা পড়ে আছে মনে মনে অনেক খুশি তাহলে আরামে যাওয়া যাবে । কিন্তু না ঝিগাতলা কাউন্টার থেকে একজন সুন্দরী মেয়ে উঠলো আর বসলো আমার পাশের আসনে । আমি চুপচাপ আসনের হাতলে হাত গালের নিচে দিয়ে সামনের দিকে তাকিয়ে আছি আর মনে মনে অনেক খুশি হলাম কারণ এই প্রথম আমার পাশে কোন মেয়ের আসন পড়লো আর তার উপর অনেক সুন্দরী । বেশ কিছুক্ষণ পরে হঠাৎ মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আপনি নামবেন কোথায় ?
আমি বললাম রায়পুর নামবো । তাকে ভদ্রতা করে জিজ্ঞেস করলাম আপনি কোথায় নামবেন ?
মেয়েটি বললো আমি লক্ষ্মীপুর নামবো । ও আচ্ছা বলে চুপচাপ বসে রইলাম ।
কিছুক্ষণ পর আবার মেয়ের প্রশ্ন আপনি কি কথা কম বলেন ?
আমি নাতো । তবে মেয়েদের সাথে কথা কম বলি । মেয়েটি বললো কেন ?
আমি এমনি কোন কারণ ছাড়া ।
মেয়ে- আপনি রায়পুর কেন যাচ্ছেন ?
আমি - বাড়ি রায়পুর তাই যাচ্ছি ।আপনি লক্ষ্মীপুর কেন যাচ্ছেন ?
মেয়ে- আমি বেড়াতে যাচ্ছি দাদুর বাড়ি । আপনি ঢাকা কি করেন ?
আমি - পড়াশুনা শেষ তাই বেকার ঘরে বাইরে বসে বাতাস খাই আর আড্ডা দেই । আপনি কি করেন ?
মেয়ে - আমি ঢাকা মেডিকেলে পড়ছি ।
এ কথা শুনে আমি আরো একটু চেপে বসলাম আসনের এ পাশে ।
মেয়ে - আপনি একথা শুনে সরে বসলেন কেন ?
আমি - ডাক্তারী পড়ুয়া মেয়েদের উপর আমার আলার্জি আছে । তাই সরে বসলাম ।
মেয়ে - মানে বুঝলাম না ?
আমি - আসলে ডাক্তারী পড়ুয়া মেয়েদের আমার খুব পছন্দ তাই আরকি ।
মেয়ে - কিন্তু কেন ?
আমি - জানি না এমনি ।
একথা বলে আমি চুপ হয়ে গেলাম । আর মেয়ে সারা রাস্তা চুপচাপ বাইরে আর আমার দিকে তাকিয়ে কাটালো কিছুক্ষন অবশ্য মোবাইলে ওর বাবা মায়ের সাথে কথা বললো । নামার সময় মেয়ে বললো আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক তবে আপনি ভাব নেন বেশি । যাই হোক আপনার নাম কি ?
আমি- আমার নাম মোঃ এনামুল হক রাকিব ।
আপনাকেও ধন্যবাদ । মনে কষ্ট নিবেন না আমি আসলে ভাব নেই নাই আপনাকে বললাম না আমি মেয়েদের সাথে কথা কম বলি তারউপর আপনি ডাক্তারী পড়ছেন তাই কথা কম বলাই শ্রেয় মনে হলো । যাই আসা করি ভালো একটা ছুটি কাটাবেন ।
আজ মেয়েটি আমাকে ফেইসবুকে বন্ধু হবার আবেদন পাঠাইছে । ভাবছি খুঁজে বের করলো কিভাবে ।
মনমে লাড্ডু ফুটা ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫১
মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া । হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি সময়ের থেকে পেছনে আছেন, কাভার করার চেস্টা করেন, স্বাভাবিক হওয়ার চেস্টা করেন।
মেয়েটার প্রতি আপনার প্রশ্ন, ও কথার বিষয় (অর্থ) মোটামুটি সুসম হয়নি