![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন কার মতো বিকেলে বাইরে বের হয়ে একা হেঁটে বেড়াচ্ছি আর আশেপাশের মানুষের কর্মকান্ড দেখছি । এই পৃথিবীতে মানুষই সবচেয়ে আজব জীব আর এদের কর্মকান্ডগুলো আরো আজব । শুধুমাত্র মানুষের কাজগুলো দেখেই অনেক সময় কাটিয়ে দেওয়া যায় ।
আমি হঠাৎ একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম । একজন অতীব রূপবতী মেয়ে বসে আছে ফুটপাতে আর সামনে তাকিয়ে হাসছে একা একাই অবশ্য হাতে মোবাইল ধরা ছিল । আমি তাই মনোযোগ সহকারে দেখছিলাম আসলে কি দেখছেন ওনি মোবাইল এ কারো সাথে খুদেবার্তা বিনিময় করে হাসছেন নাকি সামনে কোন কিছু দেখে হাসছেন । ভালো ভাবে দেখার পর বুঝলাম রাস্তার অপরপাশের ফুটপাতের দিকে তাকিয়েই হাসছেন । আমিও মেয়েটির কাছাকাছি একটা জায়গায় বসে সামনে কি হচ্ছে তা দেখে একটু হাসতে চাইলাম ।
আমি দেখলাম ফুটপাতের উপর স্বামী স্ত্রী তাদের ২টি বাচ্চা নিয়ে তুমুল ঝগড়া করছে । ছোট বাচ্চাটাকে একবার স্বামী কোলে নিয়ে তার স্ত্রীকে কথা শোনাচ্ছে তো কিছুক্ষণের মাঝেই আবার স্ত্রী তার স্বামীর কাছথেকে বাচ্চাটাকে নিয়ে স্বামীকে কথা শোনাচ্ছে । মজার ব্যাপার হলো আরেকটা বাচ্চার ২ হাত দুজনেরই ২হাতে ধরা আর কোলের বাচ্চাটা কেঁদে যাচ্ছে । স্বামী স্ত্রী ২জনই মারমুখী ভঙ্গিতে আছেন । হঠাৎ স্বামী তার মেজাজ ধরে রাখতে না পেরে স্ত্রীর গালে দিলো কষে এক চড় আর পরক্ষণেই স্ত্রীও দিলো স্বামীর গালে এক চড় । চড় খেয়েই দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল । কিছুক্ষণ পর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিলো ।
আর এ ঘটনা দেখার পর স্বভাবশত বেশি জোরেই হেসে ফেললাম ।আর ঠিক তখনই মেয়েটি প্রথমবারের মতো আমার দিকে তাকালো ।
মেয়েটি তখন তার মিষ্টি কন্ঠস্বর দিয়ে বললো খুব মজার ঘটনা তাই না ? আমিও খুব মজা পাচ্ছি । কিন্তু জানেন ওনারা দুজন আমার বোন আর দুলাভাই । ওনাদের ঝগড়া দেখে আমিই এপাশে এসে বসে আছি । ওনারা প্রায়ই এইরকম ঝগড়া করেন আবার এই রকম ভাবে হঠাৎ করে মিল হয়ে যায় ওনাদের । যতই হোক ৫বছরের প্রেমের পর বিয়ে বলে কথা । যেহেতু ঝগড়া শেষ আমি যাই ।
আমি হাসি মুখে নিয়েই বললাম আচ্ছা যান । আবার দেখা হবে আশা করি । ভালো থাকবেন ।
আর মনে মনে বলিতে লাগিলাম , আমি যদি পাইতাম ইহাকে পাইতাম ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২
অলওয়েজ ড্রিম বলেছেন: তাহা হইলে আমরাও ঝগড়াটে দম্পতি হইতে
পারিতাম।