নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

নামহীন ছোট গল্প ৩

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

পলাশের খুব মন খারাপ । তার জীবনে প্রথম যে মেয়ে কে দেখে মনে ব্যাথা শুরু হয়েছে মানে বুক দুরুদুরু হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে মানে তার প্রথম ভালোবাসার বিয়ে ঠিক হয়ে গেছে । কিন্তু তার কিছুই করার নেই । কারণ তার প্রথম ভালোবাসা যে তার ৩ বছরের বড় । তাকে সে সবার সামনে আপু বলেই ডাকে । তার প্রথম ভালোবাসার নাম সে নিজে দিয়েছে পুতুল । পুতুল যখন দশম শ্রেণিতে পড়ে তখনই পলাশ তাকে প্রথম দেখে স্কুলে । আর সে দিনই পলাশের ঐ স্কুলে প্রথম দিন ছিল কারণ তার বাবা পাকাপাকি ভাবে এখানে চলে এসেছে । পুতুল কে দেখেই সে তার নাম দিয়ে দেয় মনে মনে । পুতুল মেয়েটির বাসা তার বাসার পাশে অর্থাৎ তার বাসার ২টা বাসার পরেই ।
সেই থেকে লুকিয়ে দেখা পুতুল কে । বাসা পাশাপাশি হওয়াতে তাদের মধ্যে পরিচয় হতে বেশি দিন লাগে নি । পলাশ পুতুলকে দেখলেই ভয় পেত তাই কথা একটু কম বলতো । পলশের মনে হতো কথা একটু বেশি বললেই সে ধরা পড়ে যাবে পুতুলের কাছে তার ভালোবাসা প্রকাশ পেয়ে যাবে পুতুলের কাছে । আর পুতুল সে পলাশের সাথে দেখা হলেই বলতো , ''ভালো মতো পড়াশুনা কর । রেজাল্ট ভালো করতে হবে । সাহায্য লাগলে বলিস । আমি সাহায্য করবো ।কোন কিছু না বুঝলে বলিস । "
পলাশ প্রতি উওরে বলতো শুধু জ্বী আচ্ছা ।
পুতুল কলেজে ভর্তি হবার পর কোন এক ছেলের প্রেমে পড়ে । ক্লাস আর কোচিং এর ফাঁকে ভালই প্রেম চলছিল পুতুল এর । পলাশ প্রথম যে দিন এ কথা শুনে পাড়ার ছেলেদের কাছে তখন ওর বিশ্বাস হয় না । কিন্তু যখন ও নিজের চোখে দেখে তার পুতুল আরেক জনের সাথে রিকশায় ঘুরে বেড়াচ্ছে তখন তার চোখ দিয়ে আপন আপনিই পানি বের হয়ে আসে । ঐ দিন রাতে সে আর ঘুমাতে পারে নি আর মনে মনে প্রতিজ্ঞা করে আর কথা বলবেনা পুতুলের সাথে । কিন্তু পরের দিন সকালে স্কুল যাওয়ার পথেই পুতুলের সাথে দেখা ।
পুতুল- কিরে পলাশ কেমন আছিস ? এখন দেখাই যায় না তোকে ? কই থাকিস ?
পলাশ - ভালো । আপনি কেমন আছেন আপু ? আপু আসলে দেখার ইচ্ছা থাকলেই দেখা যায় ।
পুতুল - কিরে বড় বড় কথা বলা শিখছিস দেখছি । তা পড়াশুনা কেমন চলছে ?
পলাশ - আরে না যা সত্য তাই বলছি । পড়াশুনা ভালোই চলছে ।
পুতুল - কিরে প্রেমে পড়ছিস নাকি ? চেহারার এ অবস্থা হইছে কেন ?
পলাশ - আপু প্রেমেতো আমি কবেই পড়েছি ।কিন্তু জানেন আপু আমি যার প্রেমে পড়েছি সে এখনো জানে না যে আমি তার প্রেমে পড়েছি ।আর সে এ সুযোগে আরেকজনের সাথে প্রেম করে বেড়াচ্ছে ।
পুতুল - হ্যাঁ বুঝলাম তুই বড় হইছিস । যাই কলেজে যাই ক্লাস আছে । ভালো থাকিস ।
পলাশ - আচ্ছা ।আপনিও ভালো থাকবেন ।
তখন থেকেই চলছে পুতুলের সাথে লুকোচুরি । পুতুল ঐ ছেলের সাথেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে রইলো ।
আর পলাশ মনে মনে দোয়া করতে লাগলো যেন তাদের প্রেমটা ভেঙ্গে যায় । কিন্তু তা না হয়ে সম্পর্ক আরো শক্ত হয়ে টিকে রইল । পুতুলের প্রেমিকটা অনেক ভালো ছেলে । পুতুলকে অনেক ভালোবাসে ।এ সব কিছুই পলাশ জানে । তারপরেও পলাশ মনে মনে চাইতো যেন তাদের প্রেমটা ভেঙ্গে যায়।
পলাশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়ছে । তার বাসাতে তার পুতুলের বিয়ের কার্ড এসেছে । তার পুতুলের বিয়ে সেই প্রেমিকের সাথেই ।
পলাশ জানে ছেলেটি তার পুতুল কে অনেক সুখেই রাখবে । তারপরেও মনের কোণে ব্যাথা হচ্ছে প্রথম প্রেম বলে কথা ।
আজ পুতুলের বিয়ে । কিন্তু পলাশ বাসাতে নেই সে বসে আছে নদীর পাড়ে । তাকে পুতুল বার বার করে বলেছে তার বিয়েতে আসতে । আর পলাশ নদীর পাড়ে বসে ভাবছে । কেন যে এভাবে প্রেমে পড়লাম ।আর এখন কষ্ট পাচ্ছি মনে মনে । আর পুতুল কেওতো বলিনি আমি যে তাকে ভালোবাসি । থাক আর বলে কাজ নেই । তারপরেও মনের কোণে ব্যাথা হচ্ছে প্রথম প্রেম বলে কথা । না এভাবে কষ্ট পেলে নিজেরই ক্ষতি হবে । পলাশ উঠে দাঁড়ালো । মনের সকল কষ্ট জলাঞ্জলী দিয়েই সে হাঁটতে লাগলো তার বাসার পথে ।
তাকে সামনে এগিয়ে যেতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.