নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

নামহীন ছোট গল্প ৪

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি উদ্দেশ্য বইমেলায় যাবো । তবে মনের সুখে হাঁটতে পারছি না ।অনেক মানুষ রাস্তায় । হঠাৎ দেখলাম সামনে থেকে নীল শাড়ি নীল টিপ নীল ফ্রেমের চশমা পরা আর খোলা চুলে অতীব রূপবতী মেয়ে এদিকে আসছে । দেখেই চোখ জুড়িয়ে গেলো মনে ঠান্ডা বাতাস বইতে লাগলো । আহা আহা এতো সুন্দরী কেন মেয়েটা এই কথা ভাবছি আর সামনে এগুচ্ছি । হঠাৎ মেয়েটি সিগারেটের দোকান থেকে একটা গোল্ডলিফ কিনে তাতে আগুন ধরিয়ে দিলো সেই একটান । এ দৃশ্য দেখে আমি তাহার প্রেমে পড়িয়া গেলাম । আহা কোন মেয়ে এতো সুন্দর করে সিগারেট টানতে পারে এই প্রথম দেখলাম ।
অবশ্য যাকে ভালো লাগে দেখবেন তার সব কিছুই কেমন করে জানি ভালোই লাগে । তার সবকিছুতেই একরাশ মুগ্ধতা চলে আসে ।
যাই মেয়েটা আমার সামনা সামনি আসার পর বলেই ফেললাম "মাশাআল্লাহ আপনিতো অনেক সুন্দরী । সিগারেট টার কারণে আরো সুন্দর বেশি লাগছে ।"
মেয়ে - মানে ? কি বলছেন ?
আমি - কিছু না আপনার রূপের প্রশংসা করছি আরকি ।
মেয়ে- ফাজলামো করেন ?
আমি - না অবশ্যই না । যা সত্যি তাই বলছি ।
মেয়ে -মাত্রই ব্রেক আপ হইছে । মাথা গরম আছে বুঝলেন । মাইর খাইতে না চাইলে ভাগেন এখান থাইকা ।
আমি - ও আচ্ছা সেই জন্য এই সিগারেট না ? যাইহোক আমারও কাজ আছে আপনার সাথে কথা পেঁচিয়ে লাভ নেই ।
মেয়ে - তাহলে যান না । হুদাই মাথা খারাপ করছেন কেন ?
আমি - আসলে আপনাকে দেখে আমার ভালো লেগেছেতো তাই । পরে আপনার সিগারেট টানা দেখে আরো ভালো লাগছে ।
মেয়ে - মানে কি বলতে চাইছেন আপনি ?
আমি - কিছু না । আসলে আপনার ঠোঁটে সিগারেট মানায় না তাই বলতে চাচ্ছি । আপনি সুন্দরীতো আপনার রূপ আর আচরণ এর সাথে সিগারেট টা যায় না । শুধু শুধু আরেক জন বেকুব মানুষের জন্য কেন নিজেকে পোড়াবেন । আপনিতো আধুনিক মেয়ে এটা বোঝেন না । কোন না কোন ছেলের জন্য নিজের জীবন খারাপ করবেন কেন ?আপনারতো নিশ্চয়ই বাবা মা কিংবা ভাই বোন আছে তাদের কথা ভেবে বলুনতো এটা কি ঠিক হচ্ছে ।
মেয়ে - হ্যাঁ তা ঠিক এট ঠিক হচ্ছে না । আচ্ছা এটা তো ধরাইয়া ফেলছি এটার পর আর খাবো না ।আপনাকে কথা দিচ্ছি ।
আমি হেসে বললাম - আমাকে কথা দেওয়ার প্রয়োজন নেই নিজের কাছে নিজে কথা দিন । একটা অনধিকার চর্চা করি ?
মেয়ে - কি তা ?
আমি মেয়েটার মুখ থেকে সিগারেট এর বাকি অংশ ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে বললাম "ভালো থাকবেন । সিগারেট পরিত্যাগ করবেন । "
পিছনে মাথা ঘুরিয়ে দেখলাম মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে ।
হঠৎ মেয়ে চেঁচিয়ে বললো আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে নিশ্চয়ই আবার ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: আহালে !

আমার তো মনে হচ্ছে জীবনেও দেখা হবে না!!!!!!!!!!!!! :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: হাহাহা না হলেও কি করার আছে । কোন এক বিকেলে মনের অজান্তেও হলে হেসে উঠবে ঠিক এ কথা ভেবে ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: হুম, ভালো লাগেনি !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: হুম, ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.