![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির কাছ থেকে বাঁচতে একটা দোকানের নিচে দাঁড়ালাম অবশ্য হাতে কিছু জরুরী কাগজ ছিল । বৃষ্টির পড়ার পরিমাণ বাড়ছে দেখে মনটা উশখুশ করছিল বাসায় ফেরার জন্য । রিকশাওয়ালাদের জিজ্ঞেস করলাম যাবেন ? সবাই জমিদার কেউ যাবে না এই স্বল্প দূরত্বে ।
অনেকক্ষণ পরে দেখি একটা বোরখা পরা মেয়ে যাচ্ছে বড়সড় একটা ছাতা নিয়ে । তাই ওনার কাছে সাহায্য চেয়ে বললাম আপনি যদি আমাকে একটু আপনার ছাতার নিচে করে সামনে এগিয়ে দিতেন খুব উপকার হতো । মেয়েটি আমার মুখের দিকে তাকালো তারপর বললো আসেন । আমিও দেরী না করে চলে আসলাম ওনার ছাতার নিচে । ধন্যবাদ দিলাম ওনাকে । ওনি জিজ্ঞেস করলো নাম কি ? কি করি ?
আমিও বললাম পড়াশুনা প্রায় শেষ এখন বেকার । এবার ওনাকে জিজ্ঞেস করলাম কি করেন ? বাসা কোথায় ? ওনি পড়াশুনা করছেন সম্মান শ্রেণিতে আর ওনার বাসা আমার বাসার পথের ঠিক উল্টো পথে । তারপরেও ওনি আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন ।
--------------
যাওয়ার সময় আমাকে বললো আপনিতো রাস্তায় কিংবা আপনার বন্ধুদের সাথে তো অনেক দুষ্টুমি করেন । আপনাকে বাইরে থেকে দেখলে মনে হয় বখাটে টাইপ ছেলে কিন্তু আপনিতো সেই রকম নন ।আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি আজ বাসাও চিনে গেলাম । রাস্তায় বেশি দুষ্টুমি ক্রবেন না আর ।
------------------
আমি এতোক্ষণ তার চেহারার দিকে তাকাইনি। একথা বলার পর তাকালাম ভালো ভাবে । আরে এই মেয়েতো বোরখা পরা আগুন সুন্দরী । আমার অনেক অনেক ক্রাশের একজন । সত্য বলতে কি প্রতিনিয়তই ক্রাশ খাই অনেক । হাহাহাহহা ।
মেয়েটার এই কথা শুনে শুধু তাকে বললাম আমি যেরকম করে ভালো থাকি আমি সে কাজটাই করবো ।আমার যে্টাতে ভালো লাগে আমি সেটাই করবো । কারোর কথা শুনে আমি এসব বাদ দিতে পারবো । আমি যেমন আছি এভাবেই ভালো আছি । তবে আপনার উপদেশ এর জন্য ধন্যবাদ ।
আর কষ্ট করে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । জানি বাসায় আসতে বললেও আপনি আসবেন না তাই আপনাকে আমি বলবো না ।
ভালো থাকবেন । আর সবাইকে এভাবে উপকার করতে যাবেন না । বলাতো যায় না কার মনে কি আছে ।
--------
মেয়েটা বললো আচ্ছা আপনিও ভালো থাকবেন বলে হাঁটা শুরু করলেন । একটু সামনে এগিয়ে ওনি পেছন ফিরে তাকালেন আর একটু মুচকি হাসি দিলেন । আমিও তার জবাবে হাসি দিলাম । আর দাঁড়িয়ে রইলাম তার পথ চলার দিকে তাকিয়ে থেকে । যতোক্ষণ না তিনি ঘোলা হলেন আমার দৃষ্টি সীমায় ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৫
Nahid Ul Islam বলেছেন:
