![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছো আমার গল্পে
আমার কবিতাতে তুমি,
তুমি আছো আমার গানে
আমার বিনিদ্র রজনীতে তুমি।
তুমি আছো আমার ঘুমহীন সকালেও
হ্যাঁ যা বলেছি সবই সত্যি।
কিন্তু আমার সকল কাজে নেই তুমি
হ্যাঁ যা বলছি এটাও সত্যি ।
সবই সত্যি বিশ্বাস করো
যা বলেছি সবই সত্যি।
আমার সকাল বিকাল
সন্ধ্যা রাতের অপেক্ষায়
কোথাও তুমি নেই
কখনই ছিলে না ।
তুমি কেবলই আছো
আমার কল্পনায়
প্রতিদিনের শেষে
আমার কাছে আছে শুধু
আমারই অপেক্ষা ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৫
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।