![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পগুলো সব ধারাবাহিক
পর্বে পর্বে বিভক্ত,
খুঁজে পড়তে পড়তে
আমি অনেকটাই বিরক্ত।
ছোট গল্প লিখেন
তারপরেও কেন এত পর্বে বিভক্ত?
কষ্ট করে খুঁজে বের করে পড়ি
কারণ আমি গল্প পড়ায় আসক্ত ।
গল্প মনে হয় সেতো ঈদের
ধারবাহিক নাটক যেন ,
মাঝখানে অপেক্ষা আর
বিরক্তিকর বিজ্ঞাপন ।
যদিও জীবন কয়েক
শত পর্বে বিভক্ত ।
আর গল্প সেতো
জীবন থেকে নেয়া
কিংবা কল্পনায় সৃষ্ট
মনের খোরাক কিংবা
শিক্ষার বিষয় মাত্র ।
যদি পুরো গল্প করেন শেষ
এক পর্বে
তাহলে থাকবে না কোন অপেক্ষা
থাকবে না মনে কোন ক্লেশ ।
লেখক লেখিকারা রাখবেন
আমার এই আবদার
কারণ আমরা পাঠক পাঠিকারাইতো
এর দাবিদার ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
মোঃ এনামুল হক রাকিব বলেছেন: হাহাহা ভালোই বলেছেন ।
২| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১০:১৮
অন্তরা রহমান বলেছেন: হা হা হা। ভালো বলেছেন। আসলে একটানা লেখা যায় না। আবার ব্লগে নিয়মিত হওয়ার ইস্যুও আছে তাই ভাগে ভাগে দেয়া।